West Bengal Voter List 1971 PDF: আপনি কি পশ্চিমবঙ্গের ১৯৭১ সালের ভোটার লিস্ট খুঁজছেন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্যই। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে পূর্বপুরুষদের নথি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ১৯৭১ সালের ভোটার তালিকা, যা অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই জানতে চাইছেন তাঁদের বাবা, কাকা বা দাদার নাম সেই তালিকায় ছিল কিনা—এই তথ্য জানতে পারলে ভবিষ্যতে নাগরিকত্ব সংক্রান্ত নানা ঝামেলা এড়ানো সহজ হয়। তাই আপনি যদি এখনও ১৯৭১ সালের ভোটার লিস্ট খুঁজে না পেয়ে থাকেন, তাহলে এখনই জেনে নিন কীভাবে সহজে তা খুঁজে বের করবেন।
Table of Contents
১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি – West Bengal Voter List 1971 PDF Download Process:-
১) প্রথমে আপনাকে নিচে উল্লেখিত জেলা ভিত্তিক ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে।
২) এরপর আপনি আপনার মোবাইলে থাকা জিমেইল সিলেক্ট করুন, কেননা ১৯৭১ সালের ভোটার লিস্ট গুলো Google Drive এ সংরক্ষণ করে রাখা হয়েছে।
৩) এরপর জেলা অনুযায়ী বিধানসভা বেছে নিয়ে, ১৯৭১ সালের ভোটার তালিকাটি ডাউনলোড করুন।
৪) এরপর খুঁজে নিন লিস্টে আপনার পূর্বপুরুষদের নাম সহ বিস্তারিত তথ্য।
West Bengal Voter List 1971 PDF
নিচে প্রতিটি জেলার জন্য ১৯৭১ সালের ভোটার তালিকার ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি—১৯৭১ সালে পশ্চিমবঙ্গের বর্তমান সব জেলা ছিল না। তখন জেলার সংখ্যা ছিল অনেক কম, এবং সময়ের সাথে সাথে অনেক পুরনো জেলা ভাগ হয়ে নতুন জেলা তৈরি হয়েছে। তাই আপনি যদি আপনার বাবা, দাদা বা অন্য কোনও পূর্বপুরুষের নাম ১৯৭১ সালের ভোটার লিস্টে খুঁজতে চান, তাহলে বর্তমান জেলার নামে নয়, সেই সময় যেটি মূল জেলা ছিল, সেই নাম অনুসারে খুঁজতে হবে। এতে খুঁজে পাওয়া অনেক সহজ হবে এবং বিভ্রান্তিও কম হবে।
সিরিয়াল | জেলা নাম (ইংরেজি) | জেলা নাম (বাংলা) | ভোটার লিস্ট |
---|---|---|---|
1 | 1971 Voter List Bankura | (বাঁকুড়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
2 | 1971 Voter List Birbhum | (বীরভূম জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
3 | 1971 Voter List Burdwan | (বর্ধমান জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
4 | 1971 Voter List Cooch Behar | (কোচবিহার জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
5 | 1971 Voter List Darjeeling | (দার্জিলিং জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
6 | 1971 Voter List Hooghly | (হুগলি জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
7 | 1971 Voter List Howrah | (হাওড়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
8 | 1971 Voter List Jalpaiguri | (জলপাইগুড়ি জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
9 | 1966 Voter List Kolkata | (কলকাতা/ক্যালকাটা জেলার ১৯৬৬ সালের ভোটার লিস্ট) | Download |
10 | 1971 Voter List Malda | (মালদা জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
11 | 1971 Voter List Midnapore | (মেদিনীপুর জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
12 | 1971 Voter List Murshidabad | (মুর্শিদাবাদ জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
13 | 1971 Voter List Nadia | (নদিয়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
14 | 1971 Voter List Purulia | (পুরুলিয়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
15 | 1971 Voter List West Dinajpur | (পশ্চিম দিনাজপুর জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
16 | 1971 Voter List 24 Parganas | (২৪ পরগনা জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট) | Download |
বিঃদ্রঃ Voter List 1971 West Bengal PDF Download করার জন্য লিঙ্কে ক্লিক করার পর কিছুটা সময় লাগতে পারে। এর কারণ, ফাইলগুলোর সাইজ (MB) তুলনামূলক বড়, তাই লোড হতে ও ডাউনলোড হতে একটু সময় নিতে পারে। তবে আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে ফাইলগুলো দ্রুতই Google Drive-এ ওপেন হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |