West Bengal Old Voter List 1952: এখন আপনি খুব সহজেই পশ্চিমবঙ্গের পুরনো ভোটার তালিকা (১৯৫২) ডাউনলোড করতে পারবেন। এই পোস্টে আমরা দেখাবো, আপনি কিভাবে পশ্চিমবঙ্গের ১৯৫২ সালের পুরনো ভোটার লিস্ট সহজেই ডাউনলোড করবেন।
আপনারা নিশ্চয়ই জানেন, আজকের দিনে নাগরিকত্ব প্রমাণের জন্য পুরনো নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে যাঁদের জন্ম শংসাপত্র পাওয়া মুশকিল, তাঁদের জন্য এই পুরোনো ভোটার লিস্ট হতে পারে একটি বিশ্বাসযোগ্য প্রমাণপত্র। অনেকেই এখন তাঁদের পূর্বপুরুষদের নাম খুঁজে বের করতে চাইছেন ১৯৭১ সালের ভোটার তালিকায়, কারণ এটি আইনি বা প্রশাসনিক প্রয়োজনে একান্ত দরকারি হয়ে উঠছে।
তাই আসুন, এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি খুব সহজেই ১৯৫২ সালের পুরনো ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন। নিচে আমরা জেলা অনুযায়ী ডাউনলোড লিংক দিয়ে দিয়েছি। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে — ১৯৫২ সালে বর্তমানের মতো ২৩টি জেলা ছিল না। অনেক জেলা তখন একসাথে ছিল, পরে ভাগ হয়ে আলাদা জেলা তৈরি হয়েছে। তাই আপনাকে আগে জানতে হবে ১৯৫২ সালে আপনার বর্তমান জেলা কোন বড় জেলার অংশ ছিল। তারপর সেই জেলার নাম অনুযায়ী নির্দিষ্ট ডাউনলোড লিংকে ক্লিক করে ১৯৫২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন।
West Bengal Old Voter List 1952
ক্রমিক | জেলার নাম | সাল | ডাউনলোড লিংক |
---|---|---|---|
1 | বাঁকুড়া | ১৯৫২ | ডাউনলোড করুন |
2 | বীরভূম | ১৯৫২ | ডাউনলোড করুন |
3 | কোচবিহার | ১৯৫২ | ডাউনলোড করুন |
4 | বর্ধমান | ১৯৫২ | ডাউনলোড করুন |
5 | হুগলি | ১৯৫২ | ডাউনলোড করুন |
6 | দার্জিলিং | ১৯৫২ | ডাউনলোড করুন |
7 | জলপাইগুড়ি | ১৯৫৬ | ডাউনলোড করুন |
8 | হাওড়া | ১৯৫২ | ডাউনলোড করুন |
9 | কলকাতা | ১৯৫২ | ডাউনলোড করুন |
10 | মালদা | ১৯৫৬ | ডাউনলোড করুন |
11 | মেদিনীপুর | ১৯৫২ | ডাউনলোড করুন |
12 | মুর্শিদাবাদ | ১৯৫২ | ডাউনলোড করুন |
13 | নদীয়া | ১৯৫২ | ডাউনলোড করুন |
14 | পুরুলিয়া | ১৯৫৬ | ডাউনলোড করুন |
15 | দিনাজপুর | ১৯৫২ | ডাউনলোড করুন |
16 | ২৪ পরগনা | ১৯৫২ | ডাউনলোড করুন |
পশ্চিমবঙ্গের পুরনো ১৯৫২ সালের ভোটার তালিকা Google Drive-এ রাখা হয়েছে, উল্লেখিত তালিকা থেকে আপনার জেলা নির্বাচন করুন,এরপর জেলার অন্তর্গত বিধানসভা কিংবা থানা উল্লেখ করে ডাউনলোড করুন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |