WBSSC Group C and D Jobs: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত সুখবর! অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে নন-টিচিং স্টাফ নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে শিক্ষক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও, অনেকেই প্রশ্ন তুলেছিলেন—অশিক্ষক কর্মী নিয়োগ কেন করা হচ্ছে না? সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার গ্রুপ C ও গ্রুপ D-এর অন্তর্গত একাধিক পদে আবেদন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এই নিয়োগ হবে, ফলে অনেকের স্বপ্ন পূরণের পথ খুলে যেতে পারে। আপনি যদি এই সুযোগের অপেক্ষায় থাকেন, তাহলে আর দেরি না করে এখনই এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
- নিয়োগ কারী সংস্থা- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBSSC।
- পদের নাম- লাইব্রেরিয়ান, ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী।
WBSSC Group C and D Jobs
পদ অনুসারে আবেদনের যোগ্যতা
লাইব্রেরিয়ান: এই পদে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল স্ট্রিমে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আপনি যদি নিয়মিত, বহির্গত বা ডিস্টেন্স (দূরশিক্ষা) যেকোনো পদ্ধতিতে পাশ করে থাকেন, তাহলেও আবেদন করতে কোনো সমস্যা নেই। তবে শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে না—এর পাশাপাশি লাইব্রেরি সাইন্স বিষয়ে আলাদা করে ডিগ্রি বা যোগ্যতাও থাকা জরুরি।
ক্লার্ক: এই পদে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ডের অন্তর্গত স্কুল থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যাঁরা মাধ্যমিক পাশ করেছেন বা তার থেকেও উচ্চতর যোগ্যতা যেমন উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাঁরাও নির্দ্বিধায় এই পদে আবেদন করতে পারবেন।
গ্রুপ ডি: উল্লেখিত পদের জন্য চাকরিপ্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য বা কেন্দ্রের যে কোন স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
বয়স সীমা-
- লাইব্রেরিয়ান: ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর;
- ক্লার্ক ও গ্রুপ ডি- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
উভয় ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা ০১/০১/২০২৫ তারিখের হিসাব অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম মেনে ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি-
লাইব্রেরিয়ান পদে নির্বাচনের পদ্ধতি:
এই পদে প্রার্থীদের তিনটি ধাপে মূল্যায়ন করা হবে।
- প্রথম ধাপ হলো OMR ভিত্তিক লিখিত পরীক্ষা, যেখানে থাকবে মোট ৭৫ নম্বরের প্রশ্ন।
- এরপর দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পূর্ববর্তী অভিজ্ঞতা, যার জন্য বরাদ্দ থাকবে ১৫ নম্বর।
- সবশেষে হবে একটি মৌখিক ইন্টারভিউ, যেটি হবে ১০ নম্বরের।
ক্লার্ক (Clerk) পদের জন্য:
এই পদের জন্য মূল্যায়ন হবে তিনটি ভাগে –
- প্রথমে ৬০ নম্বরের OMR ভিত্তিক লিখিত পরীক্ষা,
- এরপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী ১৫ নম্বর,
- এবং সবশেষে কম্পিউটার টাইপিং টেস্ট ও ইন্টারভিউ মিলিয়ে ২৫ নম্বরের পরীক্ষা হবে।
গ্রুপ ডি (Group D) পদের জন্য:
এই পদে নির্বাচনের পদ্ধতিও বেশ সরল –
- প্রথমে ৪০ নম্বরের OMR ভিত্তিক লিখিত পরীক্ষা,
- তারপরে সমতুল্য অভিজ্ঞতা অনুযায়ী ৫ নম্বর,
- এবং সবশেষে একটি ৫ নম্বরের মৌখিক ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইনে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এই নিয়োগ সংক্রান্ত তথ্য বিশদে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে বুঝে নিন।
তথ্য | লিংক |
---|---|
বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুন | Download PDF |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |