আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ নয়: সুপ্রিম কোর্টের বড় রায়

আধার কার্ডে নাগরিকত্ব প্রমাণ নয় সুপ্রিম কোর্টের বড় রায়

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল — আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, বরং এটি কেবলমাত্র একটি পরিচয়পত্র। নির্বাচন কমিশনের মতকেই সমর্থন করল দেশের শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আধার কার্ড থাকা মানেই কোনও ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণিত হয় না।

নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার জন্য মোট ১১টি নথির তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে থেকে একটি নথি দেখাতে হবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে। এই তালিকায় জন্ম সনদ, পাসপোর্ট, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদ, জাতিগত শংসাপত্র (SC/ST/OBC) ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি থাকলেও আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ডকে প্রাধান্য দেওয়া হয়নি।

দেশের শীর্ষ আদালত আজ নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন জানিয়ে স্পষ্ট করে দিল— “নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড যথেষ্ট নয়।” মঙ্গলবার বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বলেন, “নির্বাচন কমিশন একেবারেই সঠিক বলেছে। আধার কার্ড বৈধ নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইনের ৯ নম্বর ধারা দেখলেই বিষয়টি স্পষ্ট বোঝা যাবে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now