কোচবিহারে ফ্লেবোটোমিস্ট নিয়োগ 2025: ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ হিসেবে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ফ্লেবোটোমিস্ট পদে অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। চার মাসের জন্য এই চুক্তিভিত্তিক চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ আগস্ট এবং চলবে ২০ আগস্ট ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের সরকারি ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল (SDH) ফ্লেবোটোমিস্ট পদে নিয়োগ দেওয়া হবে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত অস্থায়ী ভাবে চার মাসের জন্য কাজ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন নির্ধারিত হয়েছে ৫,৫০০ টাকা।
আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে, যার জন্য প্রার্থীদের যেতে হবে সরকারি ওয়েবসাইট **www.wbhealth.gov.in**-এ। আবেদন শুরু হবে ১৪ আগস্ট থেকে এবং শেষ তারিখ ২০ আগস্ট রাত ১২টা। তবে এখানেই শেষ নয়—অনলাইনে আবেদন করার পর প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের প্রিন্ট আউট এবং প্রয়োজনীয় ডকুমেন্টের self-attested ফটোকপি ২১ আগস্টের মধ্যে জেলা স্বাস্থ্য দফতরে জমা দিতে হবে, সরাসরি অথবা ডাক বিভাগের মাধ্যমে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নির্দিষ্ট কাগজপত্র জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই আবেদনকারীদের সময়সীমা এবং নিয়ম-কানুন মেনে চলা একেবারেই জরুরি। বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।
Phlebotomist for Mekhliganj SDH Recruitment Notification 2025: | Download |
Cooch Behar Phlebotomist for Mekhliganj SDH Job Online Apply Link:- | Apply Now |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |