সরকারি চাকরির স্বপ্ন দেখছেন অথচ ন্যূনতম যোগ্যতার কারণে একাধিক জায়গায় চেষ্টা করেও কাজের সুযোগ পাচ্ছেন না—এমন প্রার্থীদের জন্য এবার এসেছে বড়ো সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনে CSIR-Indian Institute of Chemical Technology একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে মাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতেই চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ হবে, আবেদনের যোগ্যতা কী, নির্বাচন প্রক্রিয়া কেমন হবে এবং কীভাবে আবেদন করতে হবে—সবকিছুই বিস্তারিতভাবে তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
- নিয়োগ কারী সংস্থা- CSIR-Indian Institute of Chemical Technology।
- পদের নাম- জুনিয়ার স্টেনোগ্রাফার ও মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।
- মোট শূন্য পদের সংখ্যা- ৯টি।
মাসিক বেতনের পরিমাণ
👉 জুনিয়র স্টেনোগ্রাফার – এই পদে নির্বাচিত প্রার্থীরা পাবেন কেন্দ্রীয় সরকারের চতুর্থ বেতনক্রম অনুসারে প্রতি মাসে মোটামুটি ₹৫২,৭৫৫/- টাকা বেতন।
👉 মাল্টি টাস্কিং স্টাফ (MTS) – এই পদে নির্বাচিত প্রার্থীদের দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের প্রথম বেতনক্রম অনুযায়ী মাসে প্রায় ₹৩৫,৩৯৩/- টাকা বেতন।
বয়স সীমা
মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৫ বছর, আর স্টেনোগ্রাফার পদে আবেদন জানাতে হলে সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। এখানে বয়সের হিসাব করা হবে ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) মাল্টি টাস্কিং স্টাফ- যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে যাদের উচ্চমাধ্যমিক যোগ্যতা রয়েছে বা আগে এই ধরনের কাজে কাজ করার অভিজ্ঞতা আছে, তাদেরকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
২) স্টেনোগ্রাফার- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সঙ্গে অবশ্যই প্রতি মিনিটে ইংরেজি বা হিন্দি ভাষায় কমপক্ষে ৮০টি শব্দ শর্টহ্যান্ডে লেখার দক্ষতা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
উভয় পদের জন্যই প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় বসতে হবে। স্টেনোগ্রাফার পদের জন্য মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং সেখানে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে স্টেনোগ্রাফি পরীক্ষা দিতে হবে। অন্যদিকে, MTS পদে আবেদনকারীদের জন্য মাধ্যমিক স্তরের ১৫০ নম্বরের লিখিত পরীক্ষাই শেষ ধাপ। এর পরে যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাই (ডকুমেন্ট ভেরিফিকেশন) করা হবে এবং সেখান থেকে নির্বাচিতদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে https://www.iict.res.in/CAREERS. -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়া আবেদনপত্র পূরণ করতে হবে এবং ১২/০৯/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার পর নির্দিষ্ট তারিখের মধ্যে ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। যদিও এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি, মহিলা, এক্স সার্ভিস ম্যান, শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |