Prasar Bharati Recruitment 2025: ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতীর তরফ থেকে বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের অন্তর্গত আকাশবাণীতে বিভিন্ন পদে নিয়োগের এই প্রক্রিয়ায় সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। প্রতিটি পদে আলাদা শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি নির্ধারণ করা হয়েছে, তাই আবেদন করার আগে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
Prasar Bharati Recruitment
১) সহকারী AV এডিটর (Prasar Bharati Recruitment )
- মোট শূন্যপদ- ১৫ টি।
- মাসিক বেতন- ৩০,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী এবং সাউন্ড অথবা ভিডিও এডিটিং নিয়ে ডিগ্রী বা ডিপ্লোমা।
- বয়স সীমা- সর্বোচ্চ ৩৫ বছর।
- পূর্ব অভিজ্ঞতা- অডিও বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা।
২) কপি এডিটর (ইংরেজি)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যম বিষয়ে ইংরেজিতে ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকা আবশ্যক। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি রেডিও, টেলিভিশন বা সমতুল্য কোনো সংস্থায় অন্তত দুই বছরের গণমাধ্যম সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
৩) কপি এডিটর (হিন্দি)
এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৩টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যম বিষয়ে হিন্দিতে ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ বছরের কম হতে হবে। পাশাপাশি রেডিও, টিভি বা সমতুল্য কোনো মিডিয়া ক্ষেত্রে গণমাধ্যম বিষয়ে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
৪) এডিটোরিয়াল এক্সিকিউটিভ (ইংরেজি ও হিন্দি)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ রয়েছে ৮টি, যার মধ্যে ৫টি ইংরেজি এবং ৩টি হিন্দি বিভাগের জন্য। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, অথবা গণমাধ্যম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি ইংরেজি টাইপিংয়ে দক্ষতা আবশ্যক। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং অন্ততপক্ষে দুই বছরের ডিজিটাল ওয়েবসাইট মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা থাকা জরুরি।
৫) গেস্ট কোঅর্ডিনেটর
এই নিয়োগে মোট ২টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক, পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষায় লিখতে ও বলতে পারার দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান থাকা জরুরি। গণমাধ্যম বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে প্রার্থীরা বিশেষ সুবিধা পাবেন। প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ বছরের কম হতে হবে এবং রেডিও, টিভি অথবা প্রিন্টিং সংস্থায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬) নিউজ রিডার (ইংরেজি)
এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১১টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে, যেখানে নির্বাচিতরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা গণমাধ্যম বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত হতে হবে। প্রার্থীর ইংরেজি ভাষায় দক্ষতা এবং সঠিক উচ্চারণে পারদর্শিতা থাকা জরুরি। বয়সসীমা ৩৫ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে এবং এই ক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
৭) নিউজ রিডার কাম ট্রান্সলেটর (হিন্দি)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১৪টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয় নিয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে গণমাধ্যম বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
৮) নিউজ রিডার কাম ট্রান্সলেটর (সংস্কৃত)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি শূন্যপদে প্রার্থী নেওয়া হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করতে হলে প্রার্থীর কাছে সংস্কৃত ভাষায় যথাযথ দক্ষতা থাকা জরুরি এবং স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা নির্ধারিত হয়েছে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি, দুই বছরের বেশি অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৯) নিউজ রিডার কাম ট্রান্সলেটর (উর্দু)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৮টি শূন্যপদে কর্মী নেওয়া হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যম বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকা আবশ্যক এবং উর্দু ভাষায় দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
১০) রিপোর্টার (ব্যবসা/ইংরেজি/আইনি/খেলাধুলা)
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ রয়েছে ১৫টি, যার মধ্যে ২টি ব্যবসা, ৮টি ইংরেজি, ৩টি আইনি এবং ২টি খেলাধুলা বিভাগের জন্য। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫,০০০ টাকা বেতন পাবেন। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হলেও, আবেদনকারীর অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা ৩৫ বছরের মধ্যে নির্ধারিত এবং সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্রে দুই বছরের বেশি অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আকাশবাণী নিয়োগ পদ্ধতি
প্রত্যেকটি পদই সম্পূর্ণ চুক্তিভিত্তিক, যেখানে চাকরিপ্রার্থীরা সীমিত সময়ের জন্য নিযুক্ত হবেন। আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ বা পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যা তাদের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে।
আকাশবাণী নিয়োগ আবেদন পদ্ধতি
আবেদনে আগ্রহী প্রতিটি চাকরি প্রার্থীকে http://avedan.prasarbharati.org/ -এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে যাবতীয় তথ্য জেনে নিয়ে আবেদন জানাতে হবে। সেপ্টেম্বর মাসের ৪ তারিখের মধ্যে প্রত্যেকটি ইচ্ছুক প্রার্থীকে আবেদন পত্র জমা করে দিতে হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |