আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

অনলাইন গেমিং বিল ২০২৫: Dream11 বন্ধের সম্ভাবনা, BCCI-র ক্ষতির আশঙ্কা

অনলাইন গেমিং বিল ২০২৫

অনলাইন গেমিং বিল ২০২৫: কেন্দ্র সরকার অনলাইন গেমিং বন্ধ করতে নতুন একটি আইন পাশ করিয়েছে। এর আগে, বুধবার লোকসভায় “The Promotion and Regulation of Online Gaming Bill, 2025” পাশ হয়। বৃহস্পতিবার কেন্দ্রের ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদের উচ্চকক্ষে বিলটি পেশ করেন। বিলটি শেষ পর্যন্ত কোনো বিতর্ক ছাড়াই সকলের সম্মতিতে অনুমোদিত হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা, যা মিললেই আনুষ্ঠানিকভাবে নতুন আইন কার্যকর হবে।

আর এরই মাঝে, বন্ধ হওয়ার মুখে দেশের একাধিক অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম। আর সেই ঝুঁকির তালিকায় শীর্ষে নাম রয়েছে Dream11-এর। প্রশ্ন উঠছে, এই অনলাইন ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে গেলে কতটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের? আদৌ কি এর কোনও প্রভাব পড়বে BCCI এর উপর?

নতুন বিলে কী বলা হয়েছে? (অনলাইন গেমিং বিল ২০২৫)

কেন্দ্র সরকার স্পষ্ট করে জানিয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার পার্লামেন্টের উভয় কক্ষে পাস হওয়া নতুন বিলটি অনলাইন মানি গেমিং নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত। বিলটি অনলাইন গেমিংকে উৎসাহ দেওয়া ঠিক থাকলেও, যেসব গেমে অর্থ বিনিয়োগ বা জুয়া খেলার মতো কার্যকলাপ হয়, সেগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

এছাড়াও বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিকে অর্থনৈতিক লেনদেনে যুক্ত অনলাইন গেমের জন্য তহবিল স্থানান্তর বা সাহায্যের বিধি নিষেধ জারির প্রস্তাব রয়েছে ওই নতুন বিলে। তাছাড়াও ওই বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি আর মানি গেমিং পরিষেবা প্রদান করতে পারবেন না।

পাশাপাশি কাউকে টাকার বিনিময়ে অনলাইন গেমিংয়ের জন্য প্রলোভন দেখানো যাবে না। তাহলে ভারী জরিমানা এবং জেলের বিধানও দেয়া হয়েছে ওই নয়া বিলে। আর এই নয়া বিলের কারণে সরাসরি প্রভাব পড়তে চলেছে ভারতের চলমান বিভিন্ন ফ্যান্টাসি গেমিং পরিষেবার উপর।

TV 9-এর রিপোর্ট অনুযায়ী, নতুন বিল Dream11 প্ল্যাটফর্মের ওপর প্রভাব ফেললে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তবে সংবাদ সংস্থা PTI-এর প্রতিবেদনে ক্রীড়া আইনজীবী বিদুষ্পত সিংহানিয়া মনে করছেন, অনলাইন মানি গেমিং নিষিদ্ধ করার এই নতুন বিল ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না। তার যুক্তি, বোর্ডের স্পন্সরশিপের কোনো অভাব নেই এবং প্রয়োজনে তারা নির্দিষ্ট কোম্পানি ছেড়ে দিয়ে অন্য বিকল্প খুঁজে নেবেন।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now