আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

হরিহরপাড়া থানার পুরনো মামলায় রায় ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ড তুজাম আনসারির

হরিহরপাড়া

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার এক পুরনো মামলার রায় অবশেষে প্রকাশিত হলো। ঘটনাটি ঘটে ২০১৩ সালে। অভিযোগ ছিল, তুজাম আনসারি তাঁর প্রতিবেশীকে খুন করেছে। ঘটনার পর নিহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মামলার তদন্তভার পান এসআই রামানন্দ সরকার।

প্রায় এক দশক ধরে টানা বিচারপ্রক্রিয়ার পর অবশেষে আদালত সম্প্রতি রায় ঘোষণা করেছে। আদালতের রায়ে অভিযুক্ত তুজাম আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডও ধার্য করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মামলার রায় প্রত্যাশা করছিল নিহতের পরিবার। অবশেষে আদালতের এই সিদ্ধান্তে তারা ন্যায়বিচার পেল বলে মনে করছেন।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now