আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

অযোগ্যদের থেকেও মহাদাগি মমতা সরকার! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

SSC Tainted List অযোগ্যদের থেকেও মহাদাগি মমতা সরকার! কটাক্ষ শুভেন্দু অধিকারীর

গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা (SSC Tainted List) প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এই তালিকায় মোট ১,৮০৪ জনের নাম উঠে এসেছে। আর এই তালিকা প্রকাশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “যারা দাগি বলে চিহ্নিত হয়েছে, তাদের থেকেও মহাদাগি হল মমতা সরকার।”

আদালতের নির্দেশে কমিশনের তালিকা

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এসএসসি’কে সাতদিনের জন্য সময় দিয়েছিল অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার জন্য। ফলত গতকাল শনিবার কমিশন সেই তালিকা প্রকাশ করে, যাতে ১৮০৪ জন প্রার্থীর নাম ছিল। তবে রাতে আরো দু’জনের নাম যুক্ত করা হয়। ফলে মোট অযোগ্য প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১৮০৬ জন।

কিন্তু মজার ব্যাপার হল, এই তালিকতে মিলছে রাজনৈতিক সংযোগের ছাপ। হ্যাঁ, একাধিক তৃণমূল নেতা, কর্মীর নাম এই তালিকায় উঠে আসছে। শাসকদলের কাউন্সিলর থেকে শুরু করে অঞ্চল সভাপতি, এমনকি কয়েকজন বিধায়কের ঘনিষ্ঠদেরও নাম রয়েছে বলে দাবি করছে বিরোধীরা।

শুভেন্দুর কড়া আক্রমণ

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, তালিকা প্রকাশের পর ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এখানে অনেকেই রাজনৈতিক তদবিরে চাকরি পেয়েছিলেন। কেউ নিজের গয়না বিক্রি করেছেন, কেউ গরু-বাছুর বিক্রি করেছেন, আবার কেউ জমি বন্ধক রেখে টাকা জোগাড় করে চাকরি কিনেছেন। শুভেন্দুর দাবি, এরা সবাই সুপ্রিম কোর্টের ভাষায় দাগি, আর এর থেকেও বড় দাগি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

তবে অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম উঠে আসার পর অনেকেই আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের অভিযোগ, এসএসসি আসলে নিজের দোষ ঢাকতেই তড়িঘড়ি করে এই তালিকা প্রকাশ করেছে। তাঁদের দাবি, এর ভেতরে অনেক কারসাজি লুকিয়ে রয়েছে।

তবে সুপ্রিম কোর্ট একেবারে সাফ জানিয়ে দিয়েছে, দাগি প্রার্থীরা আসন্ন ৭ এবং ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবেন না। বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট বলেছেন, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করার দায়িত্ব সম্পূর্ণভাবে কমিশনের। এই বিষয়ে সুপ্রিম কোর্ট কোনোভাবেই দায়িত্ব নেবে না।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now