JKNews24 bagla, Siliguri News: আজ শুক্রবার ইদে মিলাদুন্নবীর উৎসবে সাজছিল শিলিগুড়ির (Siliguri) রাস্তা। ব্যান্ড-বাজনার তালে, স্লোগান আর আলোকসজ্জায় চারদিকে যেন উৎসবের আবহ ছড়িয়ে পড়েছিল। শহর একেবারে ঝলমলে হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সেই আনন্দের আবহ মাটি হয়ে যায়—কিছুক্ষণের মধ্যে উৎসবের হাসি-খুশি বদলে যায় আতঙ্কে, আর সবকিছু স্তব্ধ হয়ে পড়ে।
হঠাৎ ভেঙে পড়ে সাউন্ড বক্স
স্থানীয় রিপোর্ট মারফৎ খবর, শিলিগুড়ি ঝংকার মোড়ে বিশাল জনসমাগমের মাঝে নবী দিবসের র্যালি চলছিল। তবে ওই গাদাগাদি ভিড়ের মধ্যেই আচমকা সাউন্ড বক্স ও ট্রাসের কাঠামো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গাদাগাদিতে ভিড়ে চেপে পড়ে অসংখ্য মানুষ। প্রত্যক্ষদর্শীরা দাবি করছে, মিনিটের মধ্যেই চিৎকার, ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ বাঁচার চেষ্টা করে, আবার কেউ অন্যদের তোলে। একেবারে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ওই এলাকায়।
আহত ৪০ জনেরও বেশি, গুরুতর এক শিশু
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিশেষ করে একটি শিশুর অবস্থা সবচেয়ে গুরুতর বলে জানা গেছে। তাকে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে গুরুতর চোট পেয়েছে বলেই খবর মিলেছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা
তবে এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, এত বড় শোভাযাত্রা আয়োজন হওয়া সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? অনেকেই প্রশ্ন তুলছেন— উৎসবের আনন্দ কীভাবে মুহূর্তের মধ্যেই বিপদে পরিণত হলো? ভিড় সামলানোর মতো কোনো প্রস্তুতি ছিল না কেন? স্থানীয়দের মতে, পুলিশ ও প্রশাসনের এই গাফিলতিই বড় দায়ী।
সব খবর


