আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Voter SIR Valid Documents: ভোটার তালিকায় বড় পরিবর্তন, আধার হবে বৈধ নথি

Voter SIR Valid Documents ভোটার তালিকায় বড় পরিবর্তন, আধার হবে বৈধ নথি

Voter SIR Valid Documents: সম্প্রতি এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এবার আধার কার্ডকেও পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। সোমবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে।

এসআইআর-এর জন্য আগের মতো মোট ১১টি নথির প্রয়োজন ছিল, কিন্তু তাতে আধার কার্ড অন্তর্ভুক্ত ছিল না। এখন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, মোট ১২টি নথির যেকোনো একটি জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যাবে। আদালত স্পষ্ট করেছেন যে, আধার কার্ড কখনও নাগরিকত্বের প্রমাণ নয়, তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য এটি ব্যবহার করা যাবে।

এদিন কমিশনকে শীর্ষ আদালত জানায়, ভোটাররা এখন থেকে আধার ব্যবহার করে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন।
তবে আদালত স্পষ্ট করেছে, আধার কেবল পরিচয়পত্র হিসেবে ব্যবহারযোগ্য, এটি কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিহারের খসড়া ভোটার তালিকায় মোট ৭ কোটি ২৪ লাখ ভোটারের মধ্যে বিহারে প্রায় 99 শতাংশ ভোটদাতাদের SIR প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে । বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এদিন জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর অধীনে আধার সংযুক্তি বৈধ পরিচয় হিসেবে ব্যবহার করা যেতে পারে।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now