Primary Teacher Recruitment: রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের খোঁজে যারা দিন গুনছিলেন তাদের জন্য এসেছে বড়সড় সুখবর! প্রাইমারি শিক্ষক নিয়োগ সংস্থার পক্ষ থেকে ২০২৫ সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে চাকরিপ্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের সমস্ত শর্ত, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হবে। তাই যারা এতদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগের অপেক্ষায় ছিলেন, তারা অবশ্যই পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ে নিন।
সব খবর
- পদের নাম- সহকারী শিক্ষক বা শিক্ষিকা (প্রাইমারি)।
- মোট শূন্য পদ- ১১৮০ টি।
- মাসিক বেতন- গ্রুপ বি নন গেজেটেড কর্মীদের বেতন সীমা অনুসারে ৩৫,৪০০ টাকা থেকে সর্বোচ্চ ১,১২,৪০০ টাকার মধ্যে বেতন পাবেন নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা।
Primary Teacher Recruitment:
শিক্ষাগত যোগ্যতা-
প্রাথমিক শিক্ষক পদে আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীদের ন্যূনতম ৫০% নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি পাশ করতে হবে এবং স্বীকৃত বোর্ড থেকে অন্তত দুই বছরের এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা থাকতে হবে। তবে ৪৫% নম্বর থাকলেও যদি NCTE অনুমোদিত দুই বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকে, তাহলেও আবেদন করা যাবে। এছাড়াও চার বছরের এলিমেন্টারি এডুকেশন স্নাতক ডিগ্রি থাকলেও আবেদনযোগ্য হবেন প্রার্থীরা। স্নাতক পাশের সঙ্গে দুই বছরের এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা থাকলেও সুযোগ মিলবে। এর পাশাপাশি CTET পাস করা বাধ্যতামূলক এবং মাধ্যমিক স্তরে ইংরেজি, হিন্দি, উর্দু বা পাঞ্জাবি ভাষার মধ্যে অন্তত একটি বিষয় পাশ করতে হবে। ভালো খবর হলো, এই পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই—শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।
অন্যান্য যোগ্যতা-
এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ হলো—ভারতের যে কোনো রাজ্য থেকেই আবেদন জানানো যাবে। তবে শর্ত একটাই, আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বয়সের ক্ষেত্রে, যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পাশাপাশি, সরকারী সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড়ও পাবেন।
সব খবর
আবেদন পদ্ধতি
আগ্রহী চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন জানাতে হবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যমে আবেদন জানালে তা গ্রহণযোগ্য হবে না। চাকরিপ্রার্থীদের ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে ১৬ ই অক্টোবর, ২০২৫ এর মধ্যে https://dsssbonline.nic.in -এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
উল্লেখিত পদের জন্য দিল্লি সাব-অরডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড বা DSSSB এর পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে দিল্লির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জন্যই যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের যথাযথ যোগ্যতা থাকলে অনায়াসেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিশদে জানার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Recruitment Notification 2025: | Download |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |