Rohan Khan, কলকাতাঃ আশঙ্কা যেমন ছিল, তাই সত্যি হল। উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল। ইতিমধ্যেই সমুদ্র উত্তাল, আর জেলায় জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এমনকি দুর্গাপুজো আয়োজকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আজ শনিবার, পঞ্চমীর দিন থেকেই তো একেবারে জোর কদমে ঠাকুর দেখা শুরু হবে, কিন্তু সেই আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রবল বর্ষণ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, নিম্নচাপ আজই দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ফলে ওড়িশা ও অন্ধ্রে ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকলেও, তার আঁচ বাংলাতেও পড়তে চলেছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, নিম্নচাপ অঞ্চলের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে।
আলিপুরের তরফে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকাগুলিতে তৈরি হওয়া দুর্গাপুজো প্যান্ডেল নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে পুজো
উদ্যোক্তাদের।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও নজর দেওয়া যাক। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, শুধু দক্ষিণবঙ্গই নয়, সপ্তাহান্তে উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টি নামতে চলেছে। জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সব খবর
আগামীকালের আবহাওয়া
ষষ্ঠীর দিন, অর্থাৎ রবিবার, আবহাওয়ার ছবিটা খুব একটা স্বস্তিদায়ক নয়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের পুজোর দিনগুলোতে অন্তত দশমী পর্যন্ত কখনো ভারী বৃষ্টি, আবার কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই পারে। উত্তরবঙ্গে এদিন মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ষষ্ঠীর দিনেও বৃষ্টির দৌরাত্ম্য থেকে রেহাই নেই বাংলার।


