ফের নতুন নাটক পাকিস্তানের! খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে ১৭ জন জঙ্গিকে নিকেশ করার দাবি করেছে neighbouring দেশের সেনাবাহিনী। শুধু তাই নয়, তারা এও বলেছে যে এই জঙ্গিরা নাকি ‘ভারতের পোষা’। (Pakistan To India) ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) ইতিমধ্যেই এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে কী বলা হয়েছে?
পাক সংবাদমাধ্যম ডন-এর রিপোর্ট অনুযায়ী, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (ISPR) তরফে জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিশেষ অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সেখানে নাকি তারা ফিতনা আল খোয়ারিজ নামে পরিচিত জঙ্গিদের উপস্থিতি টের পায়। জানা গেছে, পাকিস্তান নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বোঝাতেই ‘ফিতনা আল খোয়ারিজ’ শব্দবন্ধ ব্যবহার করে থাকে। সেনা সূত্রে দাবি, ওই অভিযানে পাক সেনার একটি বিশেষ দল সরাসরি অ্যাকশনে নেমে ১৭ জন জঙ্গিকে ঘটনাস্থলেই নিকেশ করে। আরও অভিযোগ, এরা প্রত্যেকেই ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী।
ইন্টার সার্ভিসেস পাবলিক রেলেশনস তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, ওই এলাকায় ভারতের পোষা বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে। তাদেরকেও খুঁজে বের করে নরকে পাঠাতে সাফাই অভিযান চালাচ্ছে পাক সেনা। এদিন আইএসপিআর যথাযথ তথ্য প্রমাণ না দেখেই বলে, পাকিস্তানজুড়ে সন্ত্রাস ছড়ানোর যে ছক ভারত করছে তা বাঞ্চল করতে বদ্ধপরিকর আমরা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি নয়া দিল্লি।









