Monday, November 17, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

শিলিগুড়িতে চিতাবাঘ হামলা, শৌচালয়ে...

ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri News)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে থাকা চিতা ঘুমঘোরে শৌচালয়ে...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

RRB JE Recruitment 2025:...

Pinky Khan, কলকাতা: ভারতীয় রেলওয়েতে চাকরির স্বপ্ন দেখছেন যারা, তাদের জন্য সুখবর! RRB JE...

মানি অর্ডার, পার্সেল বুকিং,...

গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ডাক বিভাগ! এখন থেকে পোস্ট অফিসের কোনও...
Homeচাকরি খবরকেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

কেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

UPSC CES Recruitment 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৬ সালের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (ESE) পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। এই পরীক্ষার মাধ্যমে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন-এর মতো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে — ফলে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন; আবেদন করার আগে যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষার ফি ও শেষ তারিখ ইত্যাদি শর্তগুলো দেখে নিন। নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।

  • নিয়োগকারী সংস্থা- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)
  • মোট শূন্যপদ- ৪৭৪ টি
  • পদের নাম- ইঞ্জিনিয়ারিং সার্ভিস
  • পরীক্ষার তারিখ- প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬।

ক্যাটাগরি ১-সিভিল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ-এ)

  1. সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস – কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে কাজ করার সুযোগ।
  2. সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (রোড), গ্রুপ-এ (সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট) – দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক উন্নয়নে দায়িত্ব পালন করতে হবে।
  3. সার্ভে অফ ইন্ডিয়া গ্রুপ-‘এ’ সার্ভিস – ভারতের ভৌগলিক মানচিত্র তৈরি ও সার্ভে সংক্রান্ত কাজের দায়িত্বে থাকবেন।
  4. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) – বর্ডার রোডস ইঞ্জিনিয়ারিং সার্ভিস – সীমান্ত অঞ্চলে রাস্তা, সেতু ইত্যাদি গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  5. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (QS&C) – MES সার্ভেয়র ক্যাডার – সামরিক প্রকৌশল পরিষেবায় (MES) পরিমাপ, পরিকল্পনা ও নকশা সংক্রান্ত কাজে নিয়োগ।
  6. সেন্ট্রাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং (গ্রুপ-‘এ’) সার্ভিস – দেশের জলসম্পদ উন্নয়ন ও সেচ প্রকল্পের দায়িত্ব সামলাতে হবে।
  7. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস – বিভিন্ন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ।
  8. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (সিভিল) – রেলওয়ের সিভিল অবকাঠামো, যেমন ট্র্যাক, সেতু ইত্যাদি দেখভালের দায়িত্ব।
  9. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) – সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্ট – রেলওয়ের প্রয়োজনীয় সামগ্রী, স্টোরস ও অবকাঠামোগত ব্যবস্থাপনা তত্ত্বাবধান।

আরও পরুনঃ SI Recruitment 2025: পুলিশের সাব-ইন্সপেক্টর পদে বিপুল শূন্যপদ, জানুন যোগ্যতা ও বেতন

ক্যাটাগরি ২-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ/বি)

  1. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (AEE) – GSI ইঞ্জিনিয়ারিং সার্ভিস, গ্রুপ-‘A’
  2. ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (GSI) ইঞ্জিনিয়ারিং পরিষেবায় কাজ করার সুযোগ।
  3. ইন্ডিয়ান নেভেল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (Mechanical Engineering Posts)
  4. ভারতীয় নৌবাহিনীর জন্য বিভিন্ন যান্ত্রিক সরঞ্জাম ও উপকরণের ম্যানেজমেন্ট।
  5. ডিফেন্স এরোনটিকেল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্ভিস / SSO-II (Mechanical)
  6. প্রতিরক্ষা খাতে ব্যবহৃত বিমান ও যান্ত্রিক সামগ্রীর মাননিয়ন্ত্রণ ও মান যাচাইয়ের দায়িত্ব।
  7. AEE (Electrical & Mechanical) – Border Roads Engineering Service (Mechanical Engineering Posts)
  8. সীমান্ত এলাকায় রাস্তা, সেতু ও অবকাঠামো প্রকল্পে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজে নিয়োগ।
  9. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
  10. দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির কাজে যুক্ত হবেন।
  11. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (Mechanical)
  12. রেলওয়ের মেকানিক্যাল শাখার অবকাঠামো ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজের সুযোগ।
  13. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (Stores) – Mechanical Engineering Posts
  14. রেলওয়ের যন্ত্রপাতি, সরঞ্জাম ও স্টোরস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।
  15. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস / Assistant Director Grade-I (IEDS) – Mechanical Trade
  16. বিভিন্ন শিল্প ও উদ্যোক্তা উন্নয়নমূলক প্রকল্পে সহকারী পরিচালক হিসেবে কাজ।
  17. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস / Assistant Director Grade-II (IEDS) – Mechanical Trade
  18. ক্ষুদ্র ও মাঝারি শিল্পোন্নয়ন (MSME) খাতে টেকনিক্যাল সাপোর্ট ও গাইডেন্স প্রদান।
  19. AEE Group-‘A’ (Mechanical Engineering Posts) – Corps of EME, Ministry of Defence
  20. প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল শাখায় কাজের সুযোগ, যেখানে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ও যানবাহনের রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্যাটাগরি ৩-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ/বি)

১. সেন্ট্রাল ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
২. ইন্ডিয়ান নেভেল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৩. সেন্ট্রাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রুপ-‘এ’ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৪. ডিফেন্স এরোনটিকেল কোয়ালিটি অ্যাসুউরেন্স সার্ভিস/ এসএসও-২ (ইলেকট্রিক্যাল)
৫. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
৬. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১(আইইডিএস) ইলেকট্রিক্যাল ট্রেড
৭. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২(আইইডিএস) ইলেকট্রিক্যাল ট্রেড
৮. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রিক্যাল)
৯. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস)-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট
১০. এইই গ্রুপ-‘এ’ (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স

ক্যাটাগরি ৪-ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (গ্রুপ এ/বি)

১. ইন্ডিয়ান রেল রেডিও রেগুলেটরি সার্ভিস গ্রুপ-‘এ’
২. ইন্ডিয়ান টেলিকমিউনিকেশন সার্ভিস গ্রুপ-‘এ’
৩. ইন্ডিয়ান নেভেল মেটেরিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস (ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং পোস্টস)
৪. ডিফেন্স এরোনটিকেল কোয়ালিটি অ্যাসুউরেন্স সার্ভিস/ এসএসও-২ (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন)
৫. ইন্ডিয়ান স্কিল ডেভেলপমেন্ট সার্ভিস
৬. জুনিয়র টেলিকম অফিসার গ্রুপ-‘বি’
৭. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-১(আইইডিএস) ইলেকট্রনিক্স ট্রেড
৮. ইন্ডিয়ান এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট সার্ভিস/ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রেড-২(আইইডিএস) ইলেকট্রনিক্স ট্রেড
৯. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন)
১০. ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস (স্টোরস) – সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন পোস্ট
১১. এইই গ্রুপ-‘এ’ (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পোস্ট) ইন কর্পস অফ ইএমই, মিনিস্ট্রি অফ ডিফেন্স

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

বয়সসীমা

আবেদনকারীর বয়স অবশ্যই ন্যূনতম ২১ বছর হতে হবে। যোগ্য হতে হলে প্রার্থীর জন্মতারিখ ২ জানুয়ারি, ১৯৯৬ থেকে ১ জানুয়ারি, ২০০৫ সালের মধ্যে হতে হবে। পাশাপাশি, ১ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স যেন ৩০ বছর অতিক্রম না করে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট কয়েকটি পেশাদার পরীক্ষার পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে https://upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে। প্রথমে নতুন অনলাইন পোর্টালে একাউন্ট তৈরি করে একটি ইউনিভার্সাল রেজিস্ট্রেশন নাম্বার (URN) জেনারেট করতে হবে। এরপর সেই নাম্বার ব্যবহার করে কমন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। মনে রাখবেন, একবার আবেদন জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো ১৬ অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত

download the official notificationDownload Now

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -