আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Vande Bharat Accident 2025: বন্দে ভারতের ধাক্কায় মৃত ৪ কিশোর

Vande Bharat Accident 2025 বন্দে ভারতের ধাক্কায় মৃত ৪ কিশোর

Vande Bharat Accident 2025: দেশে ফের দুঃখজনক রেল দুর্ঘটনা। বিহারের পূর্ণিয়া জেলায় ভোররাতে ভয়াবহ ঘটনার সাক্ষী হলেন স্থানীয়রা। শুক্রবার ভোর প্রায় ৪টে নাগাদ জংশন স্টেশনে লাইন পার হওয়ার সময় বন্দে ভারতের ধাক্কায় প্রাণ হারান ৪ নাবালক। তবে সৌভাগ্যক্রমে এক শিশু অল্পের জন্য বেঁচে যায়। বর্তমানে তাকে পূর্ণিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পূর্ণিয়া জংশনের স্টেশন ম্যানেজার মুন্না কুমার জানিয়েছেন, ঘটনার সময় ৫ জন কিশোর কাটিহার-যোগবাণী সেকশনে লাইন পারাপার করছিলেন। এলাকা অন্ধকারে ডুবে ছিল এবং আবহাওয়াও খারাপ ছিল, ফলে দ্রুতগতিতে আসা ট্রেন তারা দেখতে পাননি। বন্দে ভারতের(Vande Bharat Accident) ধাক্কায় ৪ জন ঘটনাস্থলেই মারা যান, আর বাকি ১ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলেছে। জানা গেছে, নিহত ও আহত সকলের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আহতের চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘পূর্ণিয়া জংশন স্টেশনে বন্দে ভারত ট্রেমের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আহত কিশোরের দ্রুত আরোগ্য কামনা করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now