আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

Weather Update: ফের দুর্যোগের সতর্কতা! উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

Weather Update

দুর্গাপুজোর দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিস অনেক আগে থেকেই জানিয়েছিল। সেই অনুযায়ী কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাবে তৈরি হয়েছিল ঝড়ো আবহাওয়া। দশমীর দিন থেকেই পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয়, আর সামনেই আসছে লক্ষ্মীপুজো। এ অবস্থায় বাংলার একাধিক জেলায় প্রবল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে গিয়েছে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এখনও পুরোপুরি শান্ত হয়নি। এখনও উত্তাল সমুদ্র। যার ফলে নিম্নচাপের প্রভাবে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে চলেছে। ফলে মৎস্যজীবীদের এখনই সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আগামী কয়েক দিন বৃষ্টি সতর্কতা ও জারি করেছে হওয়া অফিস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপের কারণে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার ফলে সকাল থেকেই বৃষ্টি হয়েই চলেছে। আগামীকালও কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল, অর্থাৎ রবিবার, নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ পাহাড়ি ও সীমান্তবর্তী জেলাগুলিতে আজ থেকেই শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত উত্তরের বেশ কয়েকটি জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের মতোই লক্ষ্মীপুজোর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rohan Khan

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now