মঙ্গলবার ফের ভয়াবহ হামলার শিকার হলো পাকিস্তানের যাত্রীবাহী জাফর এক্সপ্রেস। জানা গেছে, সিন্ধ-বালুচিস্তান সীমান্তবর্তী সুলতানকোট অঞ্চলে ভয়ঙ্কর আইইডি বিস্ফোরণের ফলে ৪০০ জন যাত্রী নিয়ে চলা জাফর এক্সপ্রেসের ৬টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন। দু’সপ্তাহের ব্যবধানে ফের এই একই ট্রেনের উপর হামলা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। আর এবার সেই ঘটনার দায়ভার ভারতের উপর চাপিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি (Pak Rail Minister On India)।
জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় ভারতকে নিশানা পাক রেলমন্ত্রীর
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার পেশোয়ার থেকে কোয়েটাগামী জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় আগের মতোই ফের ভারতকে দোষারোপ করলেন পাক রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি দাবি করেছেন, “পাকিস্তানে বারবার জাফর এক্সপ্রেসে যে শক্তিশালী হামলা হচ্ছে, তার পেছনে ভারতের হাত রয়েছে।” তবে তাঁর মতে, এই “কাপুরুষোচিত হামলা” সত্ত্বেও বালুচিস্তান অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হবে না—যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই ট্রেন পরিষেবা চালু থাকবে।
এদিন ডনের সাথে কথা বলার সময় পাকিস্তানের রেলমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের জাফর এক্সপ্রেসকে লক্ষ্য করে বারবার হামলা চালানো দুষ্কৃতীরা আসলে ভারতের প্রতিনিধি। তাঁরা আসলে গত মে মাসের পরাজয় মেনে নিতে পারছেন না। সে বারের ক্ষয়ক্ষতির ব্যথা তারা এখনও ভুলতে পারেননি।’ পাক রেলমন্ত্রীর সংযোজন ছিল, ‘এবার সন্ত্রাসীরা শিকারপুরের কাছের রেলপথ বেছে নিয়েছে। এমন কাপুরুষের মতো হামলা সত্ত্বেও জাফর এক্সপ্রেস আগের মতোই তার গন্তব্যে ছুটবে। কোনও কিছুই জাফর এক্সপ্রেসের পরিষেবাকে আটকে রাখতে পারবে না।’
উল্লেখ্য, জাফর এক্সপ্রেসে হওয়া সন্ত্রাসী হামলার দায়ভার ভারতের উপর চাপিয়ে দিয়েই থেমে থাকেননি পাক রেলমন্ত্রী হানিফ আব্বাসি। পাকিস্তানি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, “এই ধরনের হামলায় আমরা ভয় পাই না। ট্রেন নির্দিষ্ট রুটিন মেনেই তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটবে। আমরা রেল ট্র্যাক এবং ট্রেনের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি।” পাশাপাশি, হামলার পরেও দায়িত্ব পালন করে যাওয়া জাফর এক্সপ্রেসের চালক, সহকারী চালক এবং ক্রু সদস্যদের সাহস ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রেলমন্ত্রী।









