আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

‘৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারি!’ উত্তরবঙ্গ ত্রাণ তহবিল নিয়ে বিস্ফোরক অভিযোগ

Sukanta Majumdar

পুজোর পর টানা প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় সৃষ্টি হয়েছিল ভয়াবহ বিপর্যয়। ভূমিধস ও বন্যায় বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এই কঠিন পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার গঠন করেছে একটি নতুন ত্রাণ তহবিল, যাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায়। তবে সেই তহবিল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্য সরকার এই তহবিলের অর্থ তছরূপ করছে (Sukanta Majumdar)।

তহবিলকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ সুকান্তর

উত্তরবঙ্গে সাম্প্রতিক ভয়াবহ বিপর্যয়ের পর রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে একটি বিশেষ ত্রাণ তহবিল গঠনের। মূলত দুর্যোগের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং দুর্গত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই তহবিল তৈরি করা হয়েছে। এখান থেকে যে কেউ নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করতে পারবেন। তবে এটি শুধু উত্তরবঙ্গ নয়, রাজ্যের যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেই সাহায্যের উদ্দেশ্যে গঠিত হয়েছে। কিন্তু এবার সেই তহবিল নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা—কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ তুলেছেন, রাজ্যের শাসকদল এই তহবিলের অর্থ নয়ছয় করছে।

‘প্রায় ৫ হাজার কোটি টাকার গড়মিল তহবিলে’

গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে দিল্লিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। আর সেখানে যাওয়ার পথেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি। আর সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ তহবিল তৈরি নিয়ে বিস্ফোরক দাবি তোলেন বিজেপি সাংসদ। এমনকি অভিযোগ তোলেন কেন্দ্রীয় অনুদান তছরূপের। সুকান্ত বাবু এদিন বলেন, “২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেন্দ্র সরকারের যে শেয়ার, তা প্রায় ৫ হাজার কোটি টাকার সমান। কোথায় গেল সেই টাকা?” এখানেই তিনি থামেননি, তিনি কেন্দ্রের তহবিল SDR ফান্ড নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, “এই SDR ফান্ডের জন্য কেন্দ্র ৭৫ শতাংশ টাকা দেয়। কিন্তু সেই ফান্ডের অর্থ ঠিক কীভাবে খরচ হল, রাজ্য তার কোনও হিসাব বা জবাব দেয়নি কেন।”

উল্লেখ্য, কেন্দ্রের SDR ফান্ড সাধারণত রাজ্যগুলিকে প্রাকৃতিক বা অন্যান্য বিপর্যয় মোকাবিলার জন্য দেওয়া হয়। এই তহবিলের অর্থ দিয়ে দুর্গতদের ক্ষতিপূরণ প্রদান, ভেঙে পড়া সড়ক ও বাড়িঘর মেরামতসহ পুনর্গঠনের নানা কাজ করা হয়। অন্যদিকে, এর আগেও কোভিড মহামারির সময় রাজ্য সরকার ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড’ নামে একটি বিশেষ তহবিল গঠন করেছিল, যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা স্বেচ্ছায় অর্থ দান করতে পেরেছিল। এবারও একইভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকার নতুন এই ত্রাণ তহবিল গঠন করেছে। তবে, সেই তহবিলকে ঘিরেই ফের শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত — তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে শাসকদলকে একের পর এক আক্রমণ শানাচ্ছে বঙ্গ বিজেপি।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now