দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা আর বিরাট কোহলিকে একসঙ্গে ২২ গজে খেলতে দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেই হতাশ করলেন দুজনেই। ম্যাচের শুরুতেই মাত্র ৮ রানে আউট হয়ে ফেরেন রোহিত, আর বিরাট ফিরলেন শূন্য হাতে। অধিনায়ক শুভমন গিলও বড় কিছু করতে পারেননি, মাত্র ১০ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ ভক্তদের। তার ওপর ১৯ তারিখের বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ভারতের হারের কষ্ট আরও বাড়িয়েছে। তাই এখন সবার নজর দ্বিতীয় ওয়ানডের দিকে — কোন একাদশ নিয়ে নামবে শুভমন গিলের ভারত, সেটাই দেখার অপেক্ষা (India Possible Playing XI)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়বেন বড় অলরাউন্ডার!
অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংসের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে, আর সেই সুযোগে ১৩১ রানের লক্ষ্য সহজেই পূরণ করে ফেলে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই এমন হার মেনে নিতে নারাজ টিম ইন্ডিয়া। তাই দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য রোহিত, বিরাটসহ পুরো দল এখন ঘাম ঝরাচ্ছে প্রস্তুতিতে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ভাগ্যের চাকা ঘোরাতে বড়সড় পরিবর্তন আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর অনুযায়ী, ২৩ তারিখ বৃহস্পতিবার ওভালে হতে চলা ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। গত ম্যাচে ১০ বলে ১০ রান এবং একটি উইকেট নেওয়া সত্ত্বেও তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় মাঠে নামতে পারেন তারকা স্পিনার কুলদীপ যাদব। ওভালের পিচ স্পিন-বান্ধব হওয়ায়, কুলদীপের ঘূর্ণিতেই অজিদের চাপে ফেলতে চাইছে ভারতীয় শিবির।
রানার জায়গায় নামতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডের প্রথম ম্যাচে 4 ওভারে 27 রান দিয়ে একটি উইকেটও তুলতে পারেননি গৌতম গম্ভীরের প্রিয় পাত্র তথা ভারতীয় পেসার হর্ষিত রানা। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাগ্যের দরজা খুলতে দ্বিতীয় ওয়ানডেতে তাঁর বদলে নামানো হতে পারে তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে। এছাড়া মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংরা তো রয়েছেনই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা।
সব খবর


