আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

শুভেন্দুর নতুন স্লোগান “আমার পাড়া তৃণমূল তাড়া” নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি!

Suvendu Adhikari New Slogan

ফের রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এবার তাঁর স্লোগান একেবারে নতুন (Suvendu Adhikari New Slogan)। সম্প্রতি পুলিশের অনুমতি না মেলায় কার্যত জোর করেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে ‘সংকল্প সভা’-য় হাজির হন তিনি। সেখান থেকেই রাজ্যের নানা প্রান্তে ঘটে চলা ধর্ষণসহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন শুভেন্দু। পাশাপাশি “আমাদের পাড়া, আমাদের সমাধান” প্রকল্প নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর বক্তব্যে ছিল স্পষ্ট রাজনৈতিক বার্তা—শাসকদলের বিরুদ্ধে এবার আরও আক্রমণাত্মক ভূমিকায় নামছেন তিনি।

তৃণমূলকে নিয়ে নতুন স্লোগান বানালেন শুভেন্দু (Suvendu Adhikari New Slogan)

গঙ্গারামপুর স্টেডিয়ামের সভায় শুভেন্দু অধিকারীর আগে বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর মঞ্চে উঠে শুভেন্দু তাঁর বক্তব্যের শুরুতেই ভারতীয় মুসলিমদের উদ্দেশে বলেন, “দেশের মুসলিমদের নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু আমি বক্তৃতা করতে গেলেই আপনারা ভাবেন, এ বোধহয় আমাদের বিরুদ্ধেই কিছু বলবে। এতে সবচেয়ে অস্বস্তিতে পড়েন আমাদের সংখ্যালঘু মোর্চার সদস্যরাই।”

তিনি আরও বলেন, “আমি কখনও বলিনি যে আমি মুসলিম ভোট চাই না। কিন্তু আমি যখন আপনাদের পাড়ায় বক্তৃতা দিতে আসি, তখনই বলা হয়—এ তো জয় শ্রীরামের পার্টি, এ তো হিন্দুদের পার্টি, এদের ঢুকতে দেওয়া যাবে না, ভোট দিতে হবে না। এটাই আসল সমস্যা।” এরপর তিনি রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে বলেন, “যাদের সামনে অন্যায় হচ্ছে, যাদের কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে—তারা ভারতীয় মুসলমান নন, তারা বাংলাদেশী মুসলমান ও রোহিঙ্গা, যারা কাঁটাতার পেরিয়ে আমাদের দেশে ঢুকে পড়েছে।”

এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই প্রসঙ্গেই বারবার শাসক দলকে নিশানা করে আসছেন তিনি। এদিনও সেই একই প্রসঙ্গ উঠলো শুভেন্দুর গলাতে। সেই সাথে দক্ষিণ দিনাজপুরের জনবিন্যাস বদলে দেওয়ারও অভিযোগ করেন অধিকারী। তাঁর মতে, ‘অনুপ্রবেশকারীদের জন্যই দক্ষিণ দিনাজপুর সহ গোটা বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে!’

রোহিঙ্গা মুসলিমদের প্রসঙ্গ তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ধর্ষণসহ অন্যান্য অমানবিক ঘটনা নিয়ে মুখ খোলেন শাসকবিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, “এই সরকার থাকলে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে! ভাই, এদেরকে উপড়ে ফেলে দিতে হবে।” এরপর জনতার উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দু বলেন, “ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের শিলান্যাশ হবে।” এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ চালিয়ে তিনি নতুন স্লোগান দেন—“আমার পাড়া তৃণমূল তাড়া (Suvendu Adhikari New Slogan)।” শুভেন্দুর এই মন্তব্য ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্ক ও তরজার জন্ম দিয়েছে।

JANARUL KHAN

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now