শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বে দ্রুত বদলেছে রাজনৈতিক সমীকরণ। এবার দেখা যাচ্ছে, ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এর ফলে ওপার বাংলায় প্রভাব বাড়াচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-সহ একাধিক জঙ্গি সংগঠন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যেভাবে পাকিস্তান-ঘনিষ্ঠ ও ভারতবিরোধী গোষ্ঠীগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে ভারতের চিন্তা স্বাভাবিকভাবেই বেড়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডোর বা “চিকেন নেক” অঞ্চলসহ ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি (India Boosts Security At Chicken’s Neck)।
চিকেন নেকে নিরাপত্তা জোরদার করছে ভারত (India Boosts Security At Chicken’s Neck)
WION-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে ভারত এখন সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করছে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এলাকায়। জানা গেছে, ধুবড়ি, কিষেনগঞ্জ এবং চোপড়ার কাছে বামুনিতে অবস্থিত সেনা আউটপোস্টগুলি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও করছে নয়া দিল্লি।
বলাই বাহুল্য, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস এর আগে একাধিকবার ভারতের চিকেন নেক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। গত মার্চে চিন সফরের সময়ও তিনি এই করিডোরকে নিয়ে ভারতের প্রতি খোঁচা দেন। এমনকি একবার দাবি করেছিলেন, “উত্তর-পূর্ব ভারত স্থলবেষ্টিত এলাকা, আর সমুদ্রে পৌঁছানোর একমাত্র অভিভাবক ঢাকা।” কূটনৈতিক মহলের ধারণা, পাকিস্তান ও চিনের সঙ্গে হাত মিলিয়ে ইউনূস ভারতের বিরুদ্ধে নতুন কৌশল আঁটছেন, আর তাই শিলিগুড়ি করিডোরের দিকে নজর আরও বাড়িয়েছে ভারত।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলাদেশে দেখা মিলেছিল পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের এক ঘনিষ্ঠের। শুধু তাই নয়, শোনা গিয়েছিল পাক জঙ্গিসংগঠনের সহযোগীকে একেবারে জামাই আদর করে স্বাগত জানিয়েছিল বাংলাদেশের বেশ কয়েকটি মৌলবাদী কট্টর ইসলামী সংগঠন। মাঝে এও শোনা যায়, ওই জঙ্গি ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ঘুরে ঘুরে বিভিন্ন উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। অভিজ্ঞ মহলের দাবি, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ছত্র ছায়াতেই সইদ ঘনিষ্ঠকে বরণ করে নেওয়া হয়েছিল।’ বেশ কয়েকটি সূত্রের দাবি, পাকিস্তানের সাথে সাঁট করে ভারতে বড়সড় অশান্তি পাকাতে চাইছে বাংলাদেশ!
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


