Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

প্রতিমাসে ₹৯,২৫০ আয়! পোস্ট...

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই মনে আসে পোস্ট অফিসের নাম। স্টক মার্কেট বা...

FASTag নতুন নিয়ম কাল...

Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর...
Homeপ্রকল্পসরকারি প্রকল্পফ্রি LPG সংযোগের ঘোষণা দিল সরকার! দেখে নিন কারা পাবেন

ফ্রি LPG সংযোগের ঘোষণা দিল সরকার! দেখে নিন কারা পাবেন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Pinky Khan
Pinky Khanhttps://jknews24.in/
সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।
- Advertisement -

রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা দিন দিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আর সেই উদ্বেগজনক পরিস্থিতি সামলাতে উদ্যোগী হয়েছে সরকার। শনিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন যে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস সংযোগ (Free LPG Connection) দেওয়া হবে রাজধানীর বাসিন্দাদের। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেও এই বিষয়ে একটি সরকারি বিবৃতি জারি করা হয়েছে।

উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগ (Free LPG Connection)

বলাবাহুল্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প প্রথম চালু হয়েছিল ২০১৬ সালে, যার মূল লক্ষ্য ছিল দরিদ্র পরিবারের মহিলাদের বিনা খরচে এলপিজি সংযোগ প্রদান— যাতে তারা প্রথম রিফিল, রেগুলেটর ও ওভেনের জন্য কোনও অর্থ ব্যয় না করেই রান্নার সুবিধা পান। এবার সেই প্রকল্পের পথ অনুসরণ করেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লিতে নতুন উদ্যোগ নিয়েছেন। তিনি দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দিয়েছেন যাতে বস্তি এলাকাগুলির জরিপ করে দেখা হয়— কোন পরিবার এখনও কাঠের উনুন বা কয়লাচালিত হিটার ব্যবহার করছে।

এই জরিপের ভিত্তিতে এমন সব পরিবারের তালিকা তৈরি করা হবে যারা এখনও আধুনিক জ্বালানির বাইরে। এরপর তাদের উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে। সরকারের আশা, এই পদক্ষেপে রাজধানীর বায়ুদূষণ অনেকটাই কমবে, কারণ কাঠ ও কয়লা পোড়ানোর ফলে বায়ু মান দ্রুত খারাপ হয়।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর দিল্লি ও আশেপাশের রাজ্যগুলিতে খড় পোড়ানোর ফলে বাতাসে PM2.5-এর পরিমাণ বেড়ে গিয়েছিল প্রায় ৮.৬৪%-এ। আর রবিবার তা ৩২.৩% পর্যন্ত পৌঁছনোর পূর্বাভাস পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দিল্লির বাতাসের মান থাকবে সবচেয়ে খারাপ স্তরে, এবং পরবর্তী কয়েক দিনেও পরিস্থিতির বিশেষ উন্নতি হবে না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

দিনের পর দিন বাড়ছে বায়ুদূষণ

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের বুলেটিন অনুযায়ী, শনিবার বিকেল চারটেই দিল্লির ২৪ ঘন্টার গড় বায়ুমন্ডলের সূচক বা AQI ছিল ৩৬১, যা বিগত দিন ৩২২ এর থেকেও বেশি। ফলে বায়ুদূষণ রেকর্ড ছাড়াচ্ছে। জানিয়ে রাখি, সিপিসিবি অনুযায়ী ৫১ থেকে ১০০ এর মধ্যে AQI সন্তোষজনক, ১০১ থেকে ২০০ কে মাঝারি বলা হয়, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খারাপ, ৩০১ থেকে ৪০০ খুবই খারাপ, আর ৪০১ থেকে ৫০০ কে গুরুতর বায়ুদূষণ বলা হয়।

এটিকে দিল্লি এনসিআর ও ইন্দো-গাঙ্গেয় সমভূমির অনেক অংশে বায়ুদূষণ বেড়ে যাওয়ার ফলে আবহাওয়াগত পরিবর্তনও আসছে। পাশাপাশি তাপমাত্রাও হ্রাস পাচ্ছে। মূলত অক্টোবর-নভেম্বর মাসে খড় পোড়ানো ও অতিরিক্ত আতশবাজি ফাটানোর ফলেই এই দূষণের পরিমাণ বেড়েছে। এদিকে দিল্লি দূষণ নিয়ন্ত্রক কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে যে, ধুলো কমানোর মেশিন দিয়ে রাস্তা পরিষ্কার করা হবে এবং রাস্তায় জল ছিটানোর কাজও জোরদার করা হচ্ছ। তারই অংশ হিসেবে কাঠের উনুন বা কয়লাচালিত হিটার বন্ধ করতে এবার দিল্লি সরকারের তরফ থেকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হচ্ছে।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -