কার্তিক মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে শীতের আমেজ। সকালবেলা হালকা কুয়াশা, আর রাত নামলেই ঠান্ডা হাওয়ার দাপট—সব মিলিয়ে বাঙালির প্রিয় ঋতুর আগমনের বার্তা যেন স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গে (Weather News West Bengal) আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই পারদ নেমে গিয়েছে ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে, আর দক্ষিণবঙ্গেও রাতের দিকে হালকা শীতের কামড় স্পষ্ট হচ্ছে। বিশেষত কলকাতা, হাওড়া, নদিয়া ও বীরভূমের মতো জেলাগুলিতে ভোরবেলা ঠান্ডা হাওয়া অনুভব করা যাচ্ছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এবার ধীরে ধীরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পারদ অনেকটাই নামতে চলেছে। কারণ ইতিমধ্যেই পশ্চিমের শীতল হাওয়ার বেগ বেশ দেখা যাচ্ছে। সবচেয়ে খুশির খবর এইমুহুর্তে কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। তার সঙ্গে বঙ্গোপসাগরেও আপাতত কোনও নিম্নচাপ তৈরির সম্ভবনা নেই তাই শীত এবার অবাধে নামতে চলেছে রাজ্যে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার এবং রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া (Weather News West Bengal) বিরাজ করবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে। পশ্চিমী হাওয়ার প্রভাবে সন্ধ্যা নামলেই হালকা ঠান্ডা পড়বে, আর রাতের দিকে শিশির ও কুয়াশা রাজত্ব করবে। ভোরবেলাতেও কিছু কিছু জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। এদিকে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলা যেমন বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও পারদ কমার প্রবণতা অব্যাহত থাকবে। যদিও রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
শীতের আমেজ এখন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ছড়িয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather News West Bengal) তথ্য অনুযায়ী, আগামী ছয় থেকে সাত দিন এই ঠান্ডার ধারা বজায় থাকবে। বিশেষ করে সকাল ও রাতের দিকে পারদ আরও কিছুটা নামতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন না হলেও, তা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচেই থাকবে। উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
সব খবর
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে


