Rohan Khan, কলকাতা: সাম্প্রতিককালে দেশজুড়ে টোল পরিষেবায় বেশ কিছু বড় পরিবর্তন এসেছে, আর FASTag–এর ক্ষেত্রেও জুড়েছে নতুন কিছু নিয়ম। অনেক গাড়িচালকই এই আপডেটগুলি না জানার কারণে টোল প্লাজায় হঠাৎ সমস্যায় পড়েছেন। মূলত ডিজিটাল পেমেন্ট বাড়ানো এবং টোল পেমেন্ট ব্যবস্থাকে আরও দ্রুত ও নির্ভুল করার জন্যই কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে নতুন নিয়ম (FASTag New Rules 2025) চালু করছে। পত্রিকা নিউজের রিপোর্ট বলছে, আগামীকাল অর্থাৎ ১৫ নভেম্বর থেকে FASTag-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নতুনভাবে কার্যকর হতে চলেছে।
FASTag নতুন নিয়ম (FASTag New Rules 2025)
একাধিক রিপোর্ট অনুযায়ী, FASTag নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে আগামীকাল থেকে যদি কোনও চালক সক্রিয় FASTag ছাড়া টোল প্লাজা অতিক্রম করেন, তবে তাঁকে নগদে টোল দিতে হলে বেস টোলের দ্বিগুণ অর্থ গুনতে হবে। এই FASTag নতুন নিয়ম শুধু অফলাইন নয়, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও বদল আনছে। যদি চালক একই ধরনের ভুল বারবার করেন, তাহলে অনলাইন বা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও বেস টোলের 1.25 গুণ চার্জ করা হবে।
সহজভাবে বললে, আপনার গাড়ির বেসিক টোল যদি 100 টাকা হয় এবং আপনার FASTag নিষ্ক্রিয় বা নেই, তাহলে নতুন নিয়ম অনুযায়ী অনলাইন পেমেন্টে মোট 125 টাকা দিতে হবে। আর নগদে দিতে গেলে চার্জ হবে সরাসরি 200 টাকা। তাই ঝামেলা ও বাড়তি খরচ এড়াতে FASTag নতুন নিয়ম সম্পর্কে জানা এবং FASTag সক্রিয় রাখা এখন অত্যন্ত জরুরি।
অবশ্যই পড়ুন: দিল্লি ব্লাস্ট তদন্তে বড় মোড়! মুর্শিদাবাদের পর কোচবিহারে NIA-র তল্লাশি
সব খবর
কীভাবে জরিমানা থেকে রেহাই পাবেন?
দেশজুড়ে টোল পরিষেবায় ডিজিটাল লেনদেনকে বাড়াতে কেন্দ্রীয় সরকার গত কয়েক বছরে একাধিক উদ্যোগ নিয়েছে। বিশেষ করে FASTag ব্যবস্থার মাধ্যমে টোল প্লাজায় ক্যাশলেস পেমেন্ট সহজ ও দ্রুত করা হয়েছে। তবে মনে রাখতে হবে, FASTag নিষ্ক্রিয় বা ব্যালেন্স কম থাকলে টোল প্লাজা অতিক্রম করতে গেলে অতিরিক্ত জরিমানা দিতে হতে পারে। তাই এমন পরিস্থিতিতে অনলাইন পেমেন্টই সবচেয়ে ভাল বিকল্প, কারণ নগদের তুলনায় জরিমানা তুলনামূলক কম—ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে চার্জ হয় মাত্র 1.25 গুণ।
যদি FASTag হঠাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে টোল প্লাজার আগে UPI-এর মাধ্যমে দ্রুত একটি নতুন FASTag ইন্সটল বা লিংক করে নেওয়া উচিত। আর যদি ব্যালেন্স কমে যায়, তাহলে সঙ্গে সঙ্গেই অনলাইন রিচার্জ করে নিন যাতে অতিরিক্ত জরিমানার ঝামেলায় পড়তে না হয়। উল্লেখযোগ্যভাবে, আপনার বাড়ি যদি টোল প্লাজা থেকে ২০ কিলোমিটারের মধ্যে হয়, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে টোল ট্যাক্স ছাড়ও পাওয়া যায়, যা অনেকের ক্ষেত্রেই বড় সুবিধা এনে দেয়।
উল্লেখ্য, নিত্য যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সুবিধার্থে বার্ষিক FASTag পাস চালু করেছে সরকার। যার মূল্য 3,000 টাকা (প্রাইভেট গাড়ির ক্ষেত্রে)। এই পরিমাণ অর্থ দিলেই টানা এক বছর গাড়ির মালিকদের আর কোনও রকম টোল দিতে হবে না। কেউ যদি একটি নির্দিষ্ট রুটে ঘন ঘন যাতায়াত করে থাকেন সেক্ষেত্রে মাত্র 2,999 টাকাতেই পাস পাওয়া যায়। যা মূলত 1 বছর কিংবা 200 বার ট্রোল ক্রসিংয়ের জন্য বৈধ। বলে রাখা দরকার, এই বার্ষিক পাস NHAI এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা হাইওয়ে যাত্রা অ্যাপের মাধ্যমে কেটে নিতে পারবেন।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “JKNEWS24 Bangla”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!


