আবহাওয়া সোনার দাম আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অন্যান্য

Shah Rukh Khan: ১৩ ডিসেম্বর মেসির সঙ্গে একই মঞ্চে শাহরুখ! জানালেন বলিউড কিং

Published on: December 11, 2025
Shah Rukh Khan

রামজান, কলকাতা: লিওনেল মেসির কলকাতা সফরের খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে গুঞ্জন উঠেছিল তাঁর সঙ্গে বলিউড কিং শাহরুখ খানও নাকি কলকাতায় আসতে পারেন (Shah Rukh Khan)। এবার সেই জল্পনাতেই নিজে সিলমোহর দিলেন শাহরুখ। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে তিনি জানিয়ে দিলেন, আগামী ১৩ ডিসেম্বর কলকাতার বিশেষ ইভেন্টে মেসির সঙ্গে উপস্থিত থাকবেন তিনিও। ফলে দুই মেগাস্টারের এই একসঙ্গে মঞ্চে ওঠা ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে কলকাতায়।

কলকাতায় মেসি-শাহরুখ একই মঞ্চে (Shah Rukh Khan)

আগামী ১২ ডিসেম্বর রাতেই কলকাতায় পৌঁছবেন লিওনেল মেসি। রাতে হোটেলে বিশ্রাম নিয়ে পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর সকালে যুবভারতীতে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেদিনই মোহনবাগান অল স্টার বনাম ডায়মন্ড হারবার ম্যাচও মাঠে বসে দেখবেন আর্জেন্টাইন সুপারস্টার। আর এবার সেই সফরসূচিতে যোগ হলেন শাহরুখ খানও। জানা গেছে, যুবভারতীর ওই বিশেষ অনুষ্ঠানে মেসির সঙ্গে একই মঞ্চ ভাগ করবেন কিং খান। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ নিজেই জানিয়েছেন, “এবার কলকাতায় আমার নাইটদের নিয়ে কোনও প্ল্যান নেই। আশা করছি, এই দিনটা পুরো মেসিময় হবে। ১৩ তারিখ সল্টলেকে দেখা হচ্ছে।”

মেসির সঙ্গে একই মঞ্চে থাকার ঘোষণা দিতে গিয়েই ইচ্ছে করেই কলকাতা নাইট রাইডার্সের প্রসঙ্গ টেনে আনলেন শাহরুখ, যা অবশ্যই স্বাভাবিক—কারণ তিনিই তো বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সূত্র অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর সল্টলেকের অনুষ্ঠানে মেসি ও শাহরুখের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং টলিউডের আরও অনেক পরিচিত মুখ একসঙ্গে উপস্থিত থাকবেন। এদিন শহরে অমিতাভ বচ্চন আসতে পারেন বলেও গুঞ্জন শোনা গিয়েছিল, যদিও সেই খবর এখনও পর্যন্ত সরকারি ভাবে নিশ্চিত হয়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now