আবহাওয়া সোনার দাম আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অন্যান্য

WBMSC ইঞ্জিনিয়ার নিয়োগ ২০২৫: কোন বিভাগের জন্য আবেদন করতে পারবেন?

Published on: December 12, 2025
WBMSC

পিংকি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC) সম্প্রতি নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী মেকানিক্যাল বিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে মোট ১৩টি শূন্যপদ পূরণ করা হবে—যার মধ্যে সাধারণ বিভাগে ৫টি এবং সংরক্ষিত বিভাগে ৮টি পদ রয়েছে। রোপা ২০১৯ অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা লেভেল-১২ পে স্কেলে বেতন পাবেন। আবেদন করতে হলে অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য যোগ্যতার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। প্রার্থীদের লিখিত পরীক্ষা ও পারসোনালিটি টেস্ট (ইন্টারভিউ)-এর মাধ্যমে বাছাই করা হবে।

আবেদন করবেন কী ভাবে?

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে (https://mscwb.org/) গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতেই পাওয়া যাবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now