বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংখ্যালঘুদের বড় বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মুসলিমদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলকে হঠাতে বিজেপির পাশে দাঁড়াতে হবে। শুভেন্দু বলেন, “আপনাদের আমার মতো জয় শ্রীরাম বলতে হবে না, ভারতমাতার কী জয় বলুন।” তিনি তৃণমূলকে মুসলিমদের ওপর প্রভাব রাখতে তেজপাতার সঙ্গে তুলনা করে তোপও দাগেন। এ নিয়ে শুভেন্দুর জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার বিষয়টি তৃণমূল ও সিপিএম কটাক্ষ করেছে।
রাজনীতির কারবারিরা মনে করছেন, বর্তমানে রাজ্যের সংখ্যালঘু ভোটের বড় অংশ তৃণমূলের কাছে যায়। পরিসংখ্যানও সেটাই দেখাচ্ছে। এমন পরিস্থিতি স্বীকার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ভগবানপুরের মুগবেড়িয়ায় পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চ থেকে তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আমাদের ভোট দেন না জানি। কিন্তু আমরা আপনাদের বিরোধী নই। সব ভারতীয়ের নাম ভোটার তালিকায় থাকবে। এ আমাদের ঘোষিত অবস্থান। আমি আহ্বান জানাচ্ছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন। আপনাদের তেজপাতা করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তরকারিতে লাগে কিন্তু, খাওয়া যায় না।”
এরপর জয় শ্রীরাম স্লোগান নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি জয় শ্রীরাম বলি। কিন্তু আপনাদের বলতে হবে না। ভারতমাতা কী জয় বলুন, বন্দেমাতরম বলুন, জয় হিন্দ বলুন। কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, দেশপ্রেম, বিকাশবাদ এবং যোগীজির সুরক্ষা-সুশাসনকে বাংলায় প্রতিষ্ঠা করতে হবে। সব বেকার এক সঙ্গে জোট বাঁধুন এবং কাজ করুন।”
শুভেন্দুর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপিকে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “জয় শ্রীরাম শুধু ভোটের ব্যবস্থা। এই এলাকায় গেলে বলব, আর ওই এলাকায় গেলে বলব না। বিজেপি যে ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করছে, এটা স্পষ্ট হয়ে গেছে।”
জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। বলেন, “জয় শ্রীরাম স্লোগান গত দু-একদিন বিজেপি একাধিক সভায় দেখা যাচ্ছে না। আমরা যেমন বলি, জয় হিন্দ, বন্দেমাতরম, জয় বাংলা। জয় বাংলা তো আমরা সব জায়গায় বলি। রাজনৈতিক দলের স্লোগান তো সব জায়গায় দেওয়া যাবে। কোথাও কোথাও যদি জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করতে না দেখা যায়, তাহলে বুঝতে হবে এই স্লোগান রাজনৈতিক ভেদাভেদমূলক, উদ্দেশ্যপ্রণোদিত।”









