IIBF Recruitment 2025: ১০টি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স (IIBF Recruitment) আবারও চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে যে দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বই – দেশের চার বড় শহরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। ব্যাংকিং ও ফিন্যান্স সেক্টরে স্থায়ী এবং মর্যাদাপূর্ণ চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। যোগ্যতা, আবেদন পদ্ধতি থেকে শুরু করে বেতন—সব তথ্যই শিগগিরিই বিস্তারিতভাবে জানা যাবে IIBF-এর অফিসিয়াল নোটিফিকেশন থেকে।

IIBF Recruitment 2025

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স (IIBF) চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে দিল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং মুম্বই—এই চারটি বড় শহরে বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। ব্যাংকিং ও ফিন্যান্স সেক্টরে স্থায়ী, সুরক্ষিত এবং ভালো বেতনের চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে বড় খবর। যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং বেতন কাঠামোসহ সব বিস্তারিত তথ্য খুব শিগগিরই পাওয়া যাবে IIBF-এর অফিসিয়াল নোটিফিকেশনেই।

আবেদন করবেন কী ভাবে?

আইআইবিএফের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সম্পন্ন হবে। ইচ্ছুক প্রার্থীদের সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (https://www.iibf.org.in/)এ যেতে হবে। হোমপেজেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে, যেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। মনে রাখবেন, আবেদন করার শেষ তারিখ ১২ ডিসেম্বর। তাই সময় থাকতে আবেদন করা ভালো। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য বিস্তারিত জানতে আইআইবিএফের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখে নেবেন।

🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন JKNEWS24 Bangla। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!

Latest news
- Advertisement -
Related news
- Advertisement -