আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

নিউ ইয়ারে হামলার ছক? রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি আটক

Published on: December 31, 2025
রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক

রহান, কলকাতা: বর্ষবরণে কি বড়সড় হামলার ছক ছিল রাজস্থানে? এমনই আশঙ্কা ঘনাচ্ছে একটি ঘটনাকে ঘিরে। রাজ্যের টঙ্ক জেলায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই গাড়িতে প্রায় ১৫০ কেজি বিস্ফোরক মজুত ছিল বলে অনুমান। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কোনও বড়সড় নাশকতার পরিকল্পনাই করা হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

ইউরিয়ার বস্তার আড়ালে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই জেলার ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বারোনি থানা এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, গাড়িটির ডিকিতে থরে থরে সাজানো ইউরিয়া সারের বস্তা রাখা রয়েছে। সন্দেহ হওয়ায় বস্তাগুলির মুখ খোলা হলে সেখান থেকে প্রায় ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়, যা দেখে পুলিশের উদ্বেগ আরও বেড়ে যায়।

পুলিশ আধিকারিকের বক্তব্য, সারের বস্তার আড়ালে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। যে ঘটনায় আটককৃত দুই ব্যক্তি হলেন সুরেন্দ্র পাটোয়া এবং সুরেন্দ্র মোচি। পুলিশ সূত্রে খবর, ধৃতরা দুজনেই রাজস্থানের বুন্দি জেলার বাসিন্দা। একাধিক সূত্রের খবর, আটককৃত ব্যক্তিরা রাজস্থানের বুন্দি জেলা থেকে টঙ্কে বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, 150 কিলোগ্রামের অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি 200টি কার্তুজ এবং প্রায় 1100 মিটারের ছয় বান্ডিল সেফটি ফিউজ তারও উদ্ধার করা হয়েছে।

রাজস্থানে হামলার ছক?

গাড়িভর্তি বিপুল পরিমাণ বিস্ফোরক দেখে পুলিশের প্রাথমিক অনুমান, রাজস্থানের কোথাও নতুন বছরের প্রথম দিন বা ২০২৫ সালের শেষ দিনে বড়সড় হামলার ছক কষা হচ্ছিল। তবে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে ঠিক কারা জড়িত এবং গোটা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। পাশাপাশি এত বিপুল বিস্ফোরক কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কী উদ্দেশ্যে তা বহন করা হচ্ছিল—এই সব দিকও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি বা গোষ্ঠীর যোগ থাকতে পারে।

Rohan Khan

বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Join WhatsApp

Join Now