জানারুল, কলকাতা: নানা বিষাদ, দুঃখ, কষ্ট আর আনন্দের স্মৃতি সঙ্গে নিয়েই ২০২৫-কে বিদায় জানিয়ে পা পড়ল ২০২৬-এ, কিন্তু নতুন বছরের শুরুটা মোটেও নরম নয়—বরং হাড়কাঁপানো শীত দিয়েই যাত্রা শুরু হল (Weather Update)। বর্ষবরণের দিনেই ঠান্ডার এমন দাপট দেখা গেল যে প্রায় ১৮ বছর পর কলকাতায় গড়ল নতুন রেকর্ড। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শেষবার ২০০৮ সালে নতুন বছরের শুরুতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, আর এবার সেই ঠান্ডা ফের মনে করিয়ে দিল পুরনো দিনের শীতের কামড়। উত্তুরে হাওয়ার অবাধ প্রবাহে পারদ দ্রুত নামছে, কুয়াশায় ঢেকে যাচ্ছে সকাল-বেলা, আর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন—জানুয়ারি যত এগোবে, ঠান্ডা কি আরও বাড়বে? এই শীত যে সহজে বিদায় নিতে রাজি নয়, তা বলাই যায়।
বছরের প্রথম দিনেও কনকনে ঠান্ডার আবহ (আবহাওয়া আপডেট)
চলতি বছরের শীতের মরশুম যেন শীতপ্রেমীদের জন্য একেবারে অন্য বার্তা নিয়ে এসেছে। নভেম্বরে বারবার আশা জাগিয়েও শীত ধরা দেয়নি বলে অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি শীত আবার ধোকা দেবে। কিন্তু ডিসেম্বর পড়তেই বদলে গেল ছবি। হঠাৎ করেই নিজের আসল রূপ দেখাতে শুরু করল শীত, আর তাতেই খুশি বঙ্গবাসী। শহরে তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২–১৩ ডিগ্রির আশেপাশে, আবার জেলাগুলিতে পারদ নেমেছে আরও নিচে। ২০২৫-এর শেষ দিনেই কলকাতা কাটিয়েছে মরশুমের শীতলতম দিন, আর নতুন বছরের প্রথম দিনেও সেই হাড়কাঁপানো ঠান্ডার ধারাবাহিকতা বজায় থাকল। এককথায় বলতে গেলে, চলতি মরশুমে শীতবিলাসীদের মন ভরিয়েই হাজির হয়েছে এই আবহাওয়া।
তাপমাত্রার পারদ নেমেছে ১১ তে!
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে, পাশাপাশি কেরলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবেই উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাতেও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা নামতে পারে ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে, কোথাও কোথাও সামান্য বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে উষ্ণতা থাকবে, সেখানে পারদ ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, আর বৃহস্পতিবার ভোরে তা নেমে আসে ১১ ডিগ্রিতে। সব মিলিয়ে শহরে আপাতত একইরকম হাড়কাঁপানো ঠান্ডাই বজায় থাকছে।
কবে কমবে শীত?
কনকনে ঠান্ডায় আজও নতুন বছরের প্রথম সকালে শহর জুড়ে কুয়াশার দাপট ছিল। ঘন কুয়াশায় মুখ ঢাকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল শুক্রবারও একইরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে হাওয়া অফিসের তরফে স্পষ্ট জানানো হয়েছে আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে এর পরের চার দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমতে পারে শীত। সেই সঙ্গে দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।









