আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

Taruner Swapna Scheme 2026: তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের ১০ হাজার টাকা কবে পাবেন?

Published on: January 2, 2026
Taruner Swapna Scheme 2026

পিংকী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর (Directorate of School Education) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme) অধীনে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০ হাজার টাকা প্রদানের বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়েছে। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্থানান্তর করা হবে। কোন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং প্রক্রিয়া কীভাবে হবে, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পুরো প্রতিবেদনটি পড়া গুরুত্বপূর্ণ।

Taruner Swapna Scheme 2025: একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা কবে মিলবে?

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সরকারি স্কুল/মাদ্রাসা (Govt. School), সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল (Govt. Aided School) এবং সরকার পোষিত (Govt. Sponsored) স্কুলের একাদশ শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক অনুদান প্রদানের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে ?

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২৬ সালের জন্য এই আর্থিক সহায়তা প্রদানের দিন ধার্য করা হয়েছে ৮ই জানুয়ারি, ২০২৬ (8th January, 2026)। অর্থাৎ, এই দিন থেকেই নির্ধারিত প্রকল্পের উদ্বোধন হওয়ার পর পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে।

টাকা দেওয়ার প্রক্রিয়া কতটা এগিয়েছে (Taruner Swapna Scheme 2025-26 Official Update)

নোটিফিকেশনে জেলা স্কুল পরিদর্শকদের (DI) জন্য নির্দেশনা দেওয়া হয়েছে:

১. স্কুলের প্রধানরা ইতিমধ্যেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছেন এবং NPCI-এর মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
২. ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এর মাধ্যমে বেনিফিশিয়ারি লিস্ট বা উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩. স্কুলগুলিকে দ্রুত বিল প্রস্তুত করে iFMS পোর্টালে পাঠাতে বলা হয়েছে, যাতে নির্দিষ্ট দিনে, অর্থাৎ ৮ জানুয়ারি, ট্রেজারি বা কোষাগার থেকে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানো যায়।

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
টাকা কবে দেবে? (তারিখ)8th January 2026
অফিসিয়াল লেটেস্ট আপডেট »Click Here →
Taruner Swapna Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল)https://selfdeclaration.wb.gov.in/

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now