JKNews24 Desk: কিছুদিন আগেই কড়া ভাষায় বড় হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভেনেজুয়েলা (Venezuela US Tension)। শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসের একেবারে কাছাকাছি এলাকায় শোনা যায় যুদ্ধবিমানের শোঁ শোঁ শব্দ, যা ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, তবে কি আমেরিকা ভেনেজুয়েলায় সরাসরি সামরিক অভিযান শুরু করে দিল? বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও ছড়িয়েছে চাঞ্চল্য, আর অনেকের মনেই সন্দেহ—ট্রাম্পের দেশ কি এবার ভেনেজুয়েলাকে নিজের গ্রাসে নিতে চলেছে?
সামরিক প্রস্তুতি জোরদার করল ভেনেজুয়েলা (Venezuela US Tension)
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, শনিবার গভীর রাতে, বিশেষ করে ভোরের দিকে, একসঙ্গে পরপর সাতটি বিস্ফোরণের শব্দ শুনতে পান ভেনেজুয়েলার স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেরই ধারণা, ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর হয়তো পরোক্ষভাবে ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। যদিও এখনও বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়, তার আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপকূলবর্তী এলাকাগুলিতে সামরিক প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে খবর।
বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পাচারের অভিযোগকে ঘিরে বারবারই দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। আমেরিকার দাবি, কিছু জাহাজকে সাধারণ জলযান হিসেবে দেখিয়ে মাদক পাচার করা হচ্ছিল, আর সেই কারণেই ওই জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে এখনও পর্যন্ত প্রায় ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে। এদিকে শনিবার ভোর রাতে একের পর এক বিস্ফোরণের ঘটনার পর ভেনেজুয়েলার আকাশপথে বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অবশ্যই পড়ুন: গাড়িতে ভাঙচুর! বালুরঘাট কনসার্টে বিপদে সচেত ও পরম্পরা
উল্লেখ্য, গত বছর ভেনেজুয়েলায় তেলের ট্যাঙ্কার চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার প্রশাসন। শুধু তাই নয়, ভেনেজুয়েলার সরকারকে সরাসরি জঙ্গি আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সব সিদ্ধান্তকে ঘিরেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে, আমেরিকার উপর ক্ষোভও প্রকাশ করে ভেনেজুয়েলা। এরই মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে আরও এক দফা কড়া হুঁশিয়ারি দেন ট্রাম্প। ঠিক তার পরেই শনিবারের এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই সবার আগে সন্দেহের তালিকায় উঠে আসছে আমেরিকার নাম।
ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পের বিরাট দাবি
শনিবার ভেনেজুয়েলায় হামলার ঘটনার পর অবশেষে মুখ খুললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের X (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ভেনেজুয়েলা এবং তার প্রেসিডেন্টের বিরুদ্ধে আমেরিকা সফলভাবে এয়ার স্ট্রাইক চালিয়েছে। এখানেই থেমে না থেকে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত ভেনেজুয়েলার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।









