JKNews24 Desk: নতুন বছর পড়তে না পড়তেই ফের খাস কলকাতায় ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ। ধর্ষণের শিকার তিন বছরের এক শিশুকন্যাকে (Minor Girl Raped In Beleghata)। জানা গিয়েছে বেলেঘাটায় চাউল পট্টি রেল ব্রিজে ধারের বসতির বাসিন্দা ছিল ওই শিশুকন্যা। এই ঘটনার অভিযোগ উঠেছে শিশুকন্যার পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নির্যাতিতা শিশুকন্যা।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, শুক্রবার বেলেঘাটার বরফ কল এলাকায় বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। অভিযোগ, সেখান থেকেই শিশুটিকে তুলে নিয়ে যায় রাজু রায় নামে এক যুবক। এরপর রাজুর বন্ধু মুন্না রায়ের বাড়ি নিয়ে গিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলেঘাটার ওমদারাজা এলাকার বাসিন্দা ওই শিশু রাস্তায় খেলছিল। সেইসময় প্রতিবেশী রাজু রায় শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে বন্ধু মুন্নার বাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই শিশুকে যৌন নিগ্রহ করে রাজু।
যৌন নির্যাতনের শিকার ৩ বছরের শিশুকন্যা
শিশুর চিৎকারে তার মা ঘটনা টের পান। গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে দেখেন শিশুর মা। এরপরই প্রতিবেশীরা অভিযুক্ত রাজুকে ধরে মারধর করে। ভাঙচুর করা হয় তার বাড়িও। কোনওভাবে ফাঁক পেয়ে পালিয়ে যায় রাজু। মুন্নাকে আটক করার পর রাজুর খোঁজ মেলে। শিশুর চিকিৎসা চলাকালীন রাতেই পরিবারের পক্ষ থেকে বেলেঘাটা থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে এবং ঘটনার স্থান চিহ্নিত করার পর জানা যায় সেটি জিআরপি এলাকার অন্তর্গত, ফলে বিষয়টি শিয়ালদহ জিআরপিকে জানানো হয়। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ এবং আজ ধৃতকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে।







