আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

মুস্তাফিজের অনুপস্থিতি, KKR খুঁজছে বিকল্প—এই ৮ বোলার হতে পারেন চূড়ান্ত তালিকায়

Published on: January 4, 2026
মুস্তাফিজের অনুপস্থিতি, KKR খুঁজছে বিকল্প—এই ৮ বোলার হতে পারেন চূড়ান্ত তালিকায়

JKNews24 Desk: ৯ কোটি ২০ লাখ টাকা খরচ করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কেনা যেন এই তো সেদিন—কিন্তু তীব্র বিতর্কের মাঝে শেষ পর্যন্ত BCCI-র নির্দেশ মেনে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফলে আসন্ন আইপিএলে KKR-এ মুস্তাফিজের বিকল্প কে হবেন, তা এখনও চূড়ান্ত করতে পারেনি নাইট ম্যানেজমেন্ট। তবে নাইট শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মুস্তাফিজের বদলি হিসেবে একাধিক বোলারকে নজরে রেখেছে কলকাতা এবং সেই তালিকায় রয়েছে মোট ৮টি নাম। কারা আছেন সেই দৌড়ে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

মুস্তাফিজুরের বিকল্প হিসেবে উঠে আসছে এই বোলারদের নাম

গত বছর নিলাম টেবিলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াই করে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত সেই ক্রিকেটার হাতছাড়া হওয়ায় আপাতত মুস্তাফিজের যোগ্য বিকল্প খুঁজতেই ব্যস্ত নাইট শিবির। এরই মধ্যে একাধিক সূত্রের দাবি, ওপার বাংলার এই পেসারের বদলি হিসেবে কলকাতার নজরে রয়েছে বেশ কয়েকজন বোলার, যাঁদের নিয়েই নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে নাইট ম্যানেজমেন্ট।

মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্সের নজরে বর্তমানে ৫ জন ক্রিকেটার রয়েছেন। কেকেআরের নতুন বোলারের তালিকায় থাকছেন জেসন বেহরেনডর্ফ এবং ফজলহক ফারুকি—দুইজনই মুস্তাফিজের মতো বাঁহাতি পেসার এবং আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে। মাঝের ওভার এবং ডেথ ওভারে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দেওয়ার ক্ষমতার জন্য কেকেআরের দৃষ্টি রয়েছে রিচার্ড গ্লিসন ও রাইলি মেরেডিথের দিকে। সব দিক সামলাতে সক্ষম একজন বোলারের প্রয়োজন হলে নিউজিল্যান্ডের পেসার উইল ও রুর্কেকে নেওয়া হতে পারে, যিনি গত মরসুমে লখনউর হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এছাড়াও কেকেআর বিবেচনা করতে পারে জোশুয়া লিটল, স্পেন্সার জনসন, জেরাল্ড কোয়ের্টজ, ঝাই রিচার্ডসন বা নাভিন উল হক-এর মতো খেলোয়াড়দের।

মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্সের তালিকায় প্রথমেই নাম আসতে পারে জেসন বেহরেনডর্ফ এবং ফজলহক ফারুকীর। দুইজনেই মুস্তাফিজুর মতো বাঁহাতি পেসার এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন; আইপিএলেও তারা খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। এ ছাড়াও কেকেআরের নজরে রয়েছেন রিচার্ড গ্লিসন, রাইলি মেরেডিথ এবং নিউজিল্যান্ডের তারকা পেসার উইল ও রুর্ক। তরুণ উইল ও প্রায় সবধরনের ওভার সামলাতে সক্ষম এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা তাকে দলের জন্য মূল্যবান বিকল্প করে তুলেছে।

এছাড়াও বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য বাংলাদেশি পেসারের জায়গায় পুরনো স্পেন্সর জনসন, জোশুয়া লিটল, ঝাই রিচার্ডসনের মতো প্লেয়ারকে দলে নিয়ে নতুন সিজনের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে KKR। তবে, ক্রিকেট মহলের অনেকেই একথা স্বীকার করছেন যে, এবারের জন্য মুস্তাফিজুরের মতো বড় মাপের জোরে বোলারের যোগ্য বিকল্প পাওয়াটা আদতেই অসম্ভব।

JANARUL KHAN

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Join WhatsApp

Join Now