JKNews24 Desk: কোচবিহার জেলার প্রশাসনিক দফতরের অধীনে যোগ প্রশিক্ষক পদে নিয়োগ চাকরির সুযোগ এসেছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে যোগ প্রশিক্ষক পদে নিয়োগ করা হবে এবং পুরো নিয়োগই চুক্তিভিত্তিক। মোট শূন্যপদ রয়েছে ১২টি, যার মধ্যে ২টি পুরুষ এবং ১০টি মহিলা প্রার্থী। নির্বাচিত যোগ প্রশিক্ষকদের আয়ুষ বিভাগের অধীনে কাজ করতে হবে।
বেতন কাঠামোও আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। পুরুষ যোগ প্রশিক্ষকরা প্রতি মাসে ৮,০০০ টাকা করে পাবেন এবং তাঁদের মাসে মোট ৩২টি ক্লাস নিতে হবে। অন্যদিকে মহিলা যোগ প্রশিক্ষকদের মাসিক বেতন ৫,০০০ টাকা এবং তাঁদের ক্ষেত্রে মাসে ২০টি ক্লাস নেওয়ার শর্ত রয়েছে।
যোগ প্রশিক্ষক পদে নিয়োগে কী যোগ্যতা প্রয়োজন?
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগ অ্যান্ড নিউরোপ্যাথি (WBCYN) স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে যোগ বা সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কোর্সের শংসাপত্র থাকতে হবে এবং সেই সঙ্গে ডব্লুসিওয়াইএন-এর অধীনে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
এই পদে আবেদন করতে হলে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ সেকশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি খুলতে হবে। এরপর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনমূল্য ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে এবং শেষে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্ট আউট, ডিমান্ড ড্রাফটসহ সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ জানুয়ারি। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া জরুরি।






