JKNews24 Desk: দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ বিভিন্ন গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে, যেখানে নিযুক্তরা গবেষক হিসেবে কাজ করার সুযোগ পাবেন (CSIR CMERI Recruitment)। কেন্দ্রীয় সরকারের অধীন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর এই প্রতিষ্ঠানে চাকরির জন্য কোনো লিখিত পরীক্ষা বা আগাম আবেদন করার ঝামেলা নেই। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে, ফলে যাঁরা গবেষণার জগতে কাজ করতে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি দারুণ সুযোগ হতে চলেছে।
এই প্রতিষ্ঠানে ইন্টেলিজেন্ট অটোনোমাস সিস্টেমস অ্যান্ড রোবোটিক্স-সহ একাধিক বিষয়ে গবেষণার কাজ করা হবে। বিভিন্ন প্রকল্পের জন্য প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট—এই তিন ধরনের পদে মোট ৯টি শূন্যপদে নিয়োগ হবে। প্রাথমিকভাবে কাজের মেয়াদ মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকলেও, নিযুক্ত প্রার্থীদের কাজের দক্ষতা ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ সর্বোচ্চ আরও দু’বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দীর্ঘমেয়াদি কাজের সুযোগ থাকায় এটি চাকরিপ্রার্থীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হতে পারে।
সবকটি পদের ক্ষেত্রেই আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। পদভেদে নিযুক্তদের মাসিক সাম্মানিক দেওয়া হবে ২০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৩৫,০০০ টাকা পর্যন্ত। যোগ্যতার দিক থেকে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা বা ডিগ্রি থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন, পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও এই নিয়োগে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি এই নিয়োগের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ সংক্রান্ত নিয়ম, যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের সিএমইআরআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







