বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে কাজ করার দারুণ সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সেন্টারে কর্মী নিয়োগ করা হবে, যেখানে নির্বাচিত প্রার্থীরা গবেষণা ও প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। এই নিয়োগের জন্য আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
এই নিয়োগটি শিবপুরের আইআইইএসটি-র সেন্টার ফর হেল্থকেয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে একটি গবেষণা প্রকল্পের জন্য। এখানে ‘অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং অফ বায়োলজিক্যালি ফাংশনাল ওরাল মিউকোসা গ্রাফটস উইথ ল্যাব-অন-চিপ ইন্টারফেস’ শীর্ষক একটি অত্যাধুনিক বিষয়ে গবেষণার কাজ হবে। প্রকল্পটির জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF), ফলে গবেষণার সুযোগের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও পাবেন নিযুক্তরা।
এই গবেষণা প্রকল্পের জন্য একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে, যাঁকে টানা পাঁচ বছর ধরে প্রকল্পে কাজ করতে হবে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৩৫,১০০ টাকা সাম্মানিক পাবেন। এর পাশাপাশি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতাও দেওয়া হবে, ফলে দীর্ঘমেয়াদি গবেষণা কাজের সঙ্গে আর্থিক স্থিতিও বজায় থাকবে।
সংশ্লিষ্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে এবং বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজিতে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক, যদিও অন্যান্য যোগ্যতার বিস্তারিত শর্ত মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে জীবনপঞ্জি (CV) সহ প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে, যেখানে আবেদনের শেষ দিন ১৪ জানুয়ারি। আবেদন যাচাইয়ের পর আগামী ১৫ জানুয়ারি দুপুর ১টা থেকে শিবপুরের আইআইইএসটি ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে, আর নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







