JKNews24 Desk: স্ত্রী থাকা সত্ত্বেও কি দ্বিতীয় বিয়ে করলেন টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee Wedding)? গত দু’একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসলে এই জল্পনার সূত্রপাত হয়েছে ভাইরাল হওয়া কয়েকটি ছবি থেকে। একটি ছবিতে দেখা যাচ্ছে, হলুদ পাঞ্জাবি পরে গলায় ফুলের মালা নিয়ে বেনারসের এক ঘাটে দাঁড়িয়ে রয়েছেন হিরণ, তাঁর সামনে লাল বেনারসিতে বধূবেশে এক মহিলা। চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার সেই মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা। আবার আরেকটি ছবিতে দেখা যায়, ওই মহিলার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন অভিনেতা। এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় জোর চর্চা—তাহলে কি সত্যিই দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?
দ্বিতীয়বার বিয়ে করলেন হিরণ? (Hiran Chatterjee Wedding)
সদ্য ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একাধিক ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বাঙালি অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে। ভাইরাল হওয়া ছবিগুলিতে তাঁর সঙ্গে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি অভিনেত্রী ও মডেল হৃতিকা গিরি বলেই জানা গিয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে হিরণের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। বেনারসের ঘাটে বসে ওই মহিলার সিঁথিতে সিঁদুর দেওয়ার দৃশ্য সামনে আসতেই প্রশ্ন উঠছে—তাহলে কি এবার তাঁকেই অর্ধাঙ্গিনী করলেন অভিনেতা?
এই বিষয় নিয়ে সাংবাদিকরা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। একইভাবে, বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ মহলও এ নিয়ে মুখ খুলতে নারাজ। ফলে ছবিগুলির নেপথ্যে আসল সত্য এখনও স্পষ্ট নয়। অনেকেরই প্রশ্ন, সত্যিই কি বিয়ে করেছেন হিরণ, নাকি কোনও ছবি বা শর্ট ফিল্মের শুটিংয়ের অংশ হিসেবে ওই দৃশ্যের সৃষ্টি?
এদিকে নেটদুনিয়ায় চলছে নানা দাবি-প্রতিদাবি। একাংশের মতে, নিজের প্রথম স্ত্রীকে রেখেই দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা। আবার কারও দাবি, ভাইরাল হওয়া ছবিগুলি আদৌ বাস্তব নয়, সেগুলি AI-তৈরি। হিরণ চট্টোপাধ্যায় নিজে বা তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত এই জল্পনা যে চলতেই থাকবে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, আজ থেকে প্রায় ২২ বছর আগে পেশায় সংগীতশিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বিয়ের অনেক আগেই দু’জনের পরিচয় হয় এবং দীর্ঘদিনের প্রেম শেষ পর্যন্ত পরিণত হয় বৈবাহিক সম্পর্কে। তবে বিয়ের শুরুর দিকটা ভালো কাটলেও, সময়ের সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে একাধিকবার মনোমালিন্যের খবর সামনে আসে। উল্লেখযোগ্য বিষয়, অভিনেতা হিরণ ও গায়িকা অনিন্দিতার একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম নাইসা।
সূত্রের খবর, ব্যক্তিগত নানা কারণে দীর্ঘ সময় ধরে মেয়েকে নিয়ে মুম্বই ও কলকাতায় থাকতেন অনিন্দিতা। অন্যদিকে, রাজনৈতিক কর্মসূত্রে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের বেশিরভাগ সময় কেটেছে খড়গপুরে। এই আলাদা থাকা থেকেই এক সময় তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনাও ছড়িয়ে পড়ে। যদিও পরে জানা যায়, সেই খবর সম্পূর্ণ ভুয়ো। হিরণ বা অনিন্দিতা—কেউই প্রকাশ্যে এসে বিচ্ছেদের বিষয়টি স্বীকার বা নিশ্চিত করেননি। ফলে দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা ওঠাপড়ার কথা শোনা গেলেও, আনুষ্ঠানিকভাবে তাঁদের আলাদা হওয়ার কোনও প্রমাণ মেলেনি।







