আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

দক্ষিণ দিনাজপুরে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগ, আবেদন শেষ কবে?

দক্ষিণ দিনাজপুরে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগ

JKNews24 Disk: দক্ষিণ দিনাজপুর জেলায় চাকরির সুযোগ নিয়ে সুখবর। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফে পরিচালিত হবে এবং মোট চারটি শূন্যপদে অ্যাডিশনাল ইনস্পেক্টর নিয়োগ করা হবে। কাজ হবে চুক্তিভিত্তিক, প্রথমে এক বছরের জন্য, তবে প্রয়োজনে সেই মেয়াদ বাড়ানো হতে পারে।

দক্ষিণ দিনাজপুরে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগ

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক বা অন্য যে কোনও পদ থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১২টা থেকে ইন্টারভিউ শুরু হবে। তবে ইন্টারভিউয়ের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। আবেদন করতে হলে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (ddinajpur.nic.in) যেতে হবে। হোমপেজ থেকেই সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এবং সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও শর্তাবলি জানতে আগ্রহী প্রার্থীদের দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pinky Khan

সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কনটেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। সরকারি প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য।

Join WhatsApp

Join Now