আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

ভারতীয় ডাক বিভাগে নিয়োগ, প্রায় ৩০ হাজার শূন্যপদ

ভারতীয় ডাক বিভাগে নিয়োগ

JKNews24 Desk: দেশ জুড়ে কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্ট। প্রায় ৩০ হাজারের কাছাকাছি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে সম্প্রতি। জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩১ জানুয়ারি থেকে।

চলতি বছর দেশের ২৩টি পোস্টাল সার্কেলে চাকরির সুযোগ নিয়ে ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগ নিয়োগ পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। মোট ২৮,৭৪০ শূন্যপদে প্রার্থী নেওয়া হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ২,৯৮২টি শূন্যপদ সংরক্ষিত। এই নিয়োগে গ্রামীণ ডাক সেবক (GDS), ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদে আবেদনকারীদের সুযোগ দেওয়া হবে।

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। সঙ্গে সঙ্গে আবেদনকারীর দশম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, নির্বাচনের ক্ষেত্রে দশম শ্রেণীর পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

এবিপিএম ও জিডিএস পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত হবে। বিপিএম পদের জন্য মাসিক বেতন ১২,০০০ থেকে ২৯,৩৮০ টাকা নির্ধারিত। যে প্রার্থীরা আবেদন করতে চান, তারা অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in থেকে সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি, আর সংরক্ষিত শ্রেণি বাদে অন্যান্য প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা, যা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দিতে হবে। নিয়োগের জন্য নির্বাচিতদের মেধাতালিকা প্রকাশ করা হবে ২৮ ফেব্রুয়ারি।