আবহাওয়া খেলাধূলা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য টাকাপয়সা প্রযুক্তি লাইফস্টাইল শেয়ারবাজার শিল্প অন্যান্য

দীপিকার জায়গায় সাই পল্লবী! কোন ছবিতে বদল ঘটল, জানেন?

Deepika Padukone

JKNews24 Desk: আট ঘণ্টার বেশি কাজ করবেন না—এই শর্তেই নাকি একের পর এক গুরুত্বপূর্ণ প্রোজেক্ট হাতছাড়া করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রথম ধাক্কা আসে সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’-এ, যেখানে কাজের সময়সীমার শর্তের পাশাপাশি বেশি পারিশ্রমিকের দাবিও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বলে শোনা যায়। শেষ পর্যন্ত সেই ছবিতে দীপিকার বদলে অভিনয় করেন তৃপ্তি ডিমরী। শুধু এটুকুতেই শেষ নয়, এমনই আর একটি ছবিতে এ বার দীপিকার জায়গায় দেখা যাবে সাই পল্লবীকে, যা নিয়ে বলিউডে নতুন করে চর্চা শুরু হয়েছে।

দীপিকার আট ঘণ্টার কাজের শর্ত ঘিরে বি-টাউনে যে টানাপোড়েন চলছে, তা নতুন নয়, আর তার প্রভাবেই নাকি একের পর এক বড় প্রোজেক্ট হাতছাড়া হচ্ছে অভিনেত্রীর। শোনা যাচ্ছে, এই কারণেই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি, যদিও প্রথম ছবিতে তাঁর চরিত্র ছিল গল্পের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই চরিত্র ছাড়া সিকুয়েল কল্পনাই করা কঠিন ছিল। কিন্তু নির্মাতাদের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাব’-ই নাকি সিদ্ধান্ত বদলের মূল কারণ। সূত্রের খবর, নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে দীপিকার জায়গায় এবার সাই পল্লবীকে দেখা যেতে পারে, যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

কোন ছবিতে বদল ঘটল (Deepika Padukone)

‘কল্কি ২৮৯৮ এডি’র দর্শকদের একাংশের অনুমান, সিকুয়েলে হয়তো দীপিকার চরিত্রটিকে মৃত হিসেবে দেখানো হতে পারে এবং সেই জায়গায় একেবারে নতুন একটি চরিত্রে সাই পল্লবীর প্রবেশ ঘটবে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের তরফ থেকে কোনও মন্তব্য সামনে আসেনি। উল্লেখযোগ্য ভাবে, দীপিকা এই ছবি থেকে বাদ পড়ার খবর ছড়ানোর পর প্রথমে জল্পনা ছিল যে হয়তো এই চরিত্রে আলিয়া ভট্টকে দেখা যেতে পারে, কিন্তু এখন সব নজর গিয়ে ঠেকেছে সাই পল্লবীর দিকেই—শেষ পর্যন্ত সত্যিই তাঁকেই কি এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সেটাই এখন দেখার।

ঠিক কেন বাদ পড়েছিলেন দীপিকা এই ছবি থেকে? প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকা নাকি তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দিয়েছিলেন তিনি। তার পরেই নির্মাতারা বিবৃতিতে প্রকাশ করেন, তাঁদের ছবিতে আর দীপিকা অভিনয় করবেন না।