JKNews24 Desk: বুধবারের স্ক্রিনিং কমিটির বৈঠক ঘিরে টলিউডে ছিল আলাদা উত্তেজনা, আর সেই বৈঠক ছিল একেবারেই তারকাখচিত। এ দিন প্রথমে বৈঠকে হাজির হন জিৎ, পরে যোগ দেন দেবও। বেশ কিছু দিন ধরেই অন্দরের কোন্দল নিয়ে গুঞ্জন চলছিল—অনেকেরই ধারণা ছিল, এই কমিটির ভবিষ্যৎ বুঝি বিশ বাঁও জলে। কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে এ দিন প্রকাশ্যে আনা হল বাংলা ছবির আগামী প্রথম ছয় মাসের সিনে ক্যালেন্ডার।
দেব ও জিৎ ছাড়াও এ দিনের স্ক্রিনিং কমিটির বৈঠকে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীকান্ত মোহতা, নীলরতন দত্ত, নিসপাল সিংহ রানে, রানা সরকার, বনি সেনগুপ্ত-সহ টলিউডের একঝাঁক পরিচিত মুখ। বৈঠকে সভাপতিত্ব করেন পিয়া সেনগুপ্ত এবং উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাসও। উল্লেখযোগ্য ভাবে, সদ্য ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বৈঠক শুরুর আগেই কমিটির তরফে বিশেষ সংবর্ধনা জানানো হয়, যা অনুষ্ঠানে বাড়তি উষ্ণতা ও আবেগ যোগ করে।
বৈঠক শেষে পিয়া সাংবাদিকদের জানান, আগামী ছয় মাসের বাংলা সিনে ক্যালেন্ডার প্রকাশ করা হচ্ছে এবং যেহেতু জানুয়ারি প্রায় শেষ, তাই ক্যালেন্ডার শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। ওই দিন মুক্তি পাবে স্টুডিয়ো ব্লটিং পেপারের ছবি ‘মন মানে না’, আর ২১ ফেব্রুয়ারি আসছে ক্যামেলিয়ার প্রযোজনার ছবি। তিনি আরও জানান, ইদের দিনে এখনও পর্যন্ত কোনও ছবিমুক্তি ঠিক হয়নি, ফলে ওই দিন যাঁরা ছবি মুক্তি দিতে চাইবেন, তাঁদের জন্য সুযোগ খোলা থাকছে—যে চাইবেন, তিনিই ছবি নিয়ে আসতে পারবেন।
সিনে ক্যালেন্ডার অনুযায়ী ৩ এপ্রিল প্রেক্ষাগৃহে ফের আসছে ক্যামেলিয়ার একটি ছবি। পয়লা বৈশাখে বাংলা নববর্ষ, আর সেই দিনে বাংলা ছবি ছাড়া উদ্যাপন যেন অসম্পূর্ণ—এই ভাবনাকেই সামনে রেখে ওই দিন তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে, তালিকায় রয়েছে সুরিন্দর ফিল্মস, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও নন্দী মুভিজ়। একই ভাবে ১৫ মে প্রেক্ষাগৃহে আসবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, ক্যামেলিয়া ও এনআইডিয়াস-এর প্রযোজনার ছবি, আর ২৯ মে সুরিন্দর, উইন্ডোজ় এবং নন্দী মুভিজ় তাদের ছবি নিয়ে হাজির হবে। জানুয়ারি মাসে নির্দিষ্ট সময়ে তিনটি ছবি মুক্তি পেলেও, আপাতত জুন মাসের ক্যালেন্ডার একেবারেই ফাঁকা—কোনও ছবির তালিকা এখনও চূড়ান্ত হয়নি।
কমিটির বৈঠকে এই প্রথম জিৎ আর দেব মুখোমুখি। পর্দার বাইরে ‘দুই পৃথিবী’ আবার এক। খুনসুটি আর হাসিতে মাতলেন দু’জনেই। বৈঠকের মাঝেই অন্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেরিয়ে যান সাংসদ-অভিনেতা দেব। কী ঠিক হল বৈঠকে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব বলেন, “অনেক বড় বড় মাথা আছে মিটিং নিয়ে বলার জন্য। ওঁরা বলবেন।” গত কয়েক বছর ধরে নানা কারণে ‘পুজোর ছবি’ চর্চার বিষয়। শোনা গিয়েছিল, এ বছরের পুজোয় দেব-জিৎ একসঙ্গে আসতে চলেছেন। তেমনই কি কিছু ঘটতে চলেছে? দেবের সাফ জবাব, “আমার ছবির ক্যালেন্ডার বলে দিয়েছি। সেই অনুযায়ী আসছি।” বৈঠক যখন মাঝপথে, তখন বেরিয়ে যান ঋতুপর্ণাও। সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি তিনি।
কথা ছিল বছরের শুরুতেই এক বছরের সিনে ক্যালেন্ডার প্রকাশ করা হবে, কিন্তু প্রথম মাসের শেষে এসে সামনে এল শুধু আগামী ছয় মাসের ক্যালেন্ডার—আর তা নিয়েই উঠল প্রশ্ন, সম্পূর্ণ তালিকা একসঙ্গে প্রকাশ্যে এল না কেন। এই প্রসঙ্গে পিয়া জানান, আপাতত মে মাস পর্যন্ত ছবিমুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে, খুব শিগগিরই ফের বৈঠক হবে এবং তখন বাকি মাসগুলির ক্যালেন্ডার ঠিক করা হবে। এ দিকে স্ক্রিনিং কমিটির ভবিষ্যৎ নিয়ে যে গুঞ্জন উঠেছিল, তা নিয়ে স্বরূপ আনন্দবাজার ডট কম-কে মজার ছলেই বলেন, “আমরা কি সারা বছরের রান্না একসঙ্গে রেঁধে রাখি? ঠিক তেমনই কমিটিও ধাপে ধাপে ক্যালেন্ডার প্রকাশ করবে।” পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, এ দিনের বৈঠকে জিৎ-সহ টলিউডের প্রায় সবাই উপস্থিত ছিলেন, আর সেটাই কমিটির ভবিষ্যৎ নিয়ে সব প্রশ্নের জবাব দিয়ে দেয়।






