JKNews24 Desk: গত বছর গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য এবার দারুণ সুযোগ এসেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে GATE পাশ প্রার্থীদের জন্য চাকরির কথা জানানো হয়েছে। সংস্থার তরফে স্পষ্ট করা হয়েছে, এই নিয়োগের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। সরকারি সংস্থায় কাজ করার স্বপ্ন দেখছেন এমন ইঞ্জিনিয়ারদের জন্য এই সুযোগ নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ।
এই নিয়োগে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-তে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে কর্মী নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪০টি হলেও প্রয়োজন অনুযায়ী তা কম-বেশি হতে পারে বলে জানানো হয়েছে। আবেদনকারীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে, যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য বেতনও বেশ আকর্ষণীয়—মাসিক বেতন কাঠামো ৫৬,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত হতে পারে, যা এই পদটিকে আরও বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিয়োগের মূল ভিত্তি হিসেবে ধরা হবে ২০২৫ সালের GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বর, অর্থাৎ ভালো স্কোর থাকলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়বে। তবে প্রয়োজনে সংস্থা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করতে পারে। আগ্রহী চাকরিপ্রার্থীদের NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি—তাই দেরি না করে মূল বিজ্ঞপ্তিটি একবার ভালো করে দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ।








