2.6 C
New York
Thursday, December 26, 2024

Shah Rukh Khan: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়ে শাহরুখকে জড়িয়ে ধরার চেষ্টা, ভাইরাল ভিডিয়ো

Shah Rukh Khan: বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামতেই হল বিপদ। শাহরুখের নাম ধরে তারস্বরে চিৎকার করতে শুরু করলেন এক তরুণী।

সকাল হওয়ার আগেই মুম্বই বিমানবন্দরে পৌঁছেছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কর্মসূত্রে যাচ্ছিলেন আবু ধাবি, সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা ডাডলানি। কিন্তু গাড়ি থেকে নামতেই ঘটে গেল কিছু অপ্রত্যাশিত ঘটনা। শাহরুখের নাম ধরে এক তরুণী জোরে চিৎকার শুরু করেন। উত্তেজনার বশে তিনি নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে শাহরুখকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এই পুরো ঘটনার ভিডিয়ো দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। শাহরুখের প্রতি ভক্তদের এই আবেগের মাত্রা নতুন কিছু নয়, তবে এই ঘটনাটি সকলের নজর কেড়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রায় এক দশক পর আবারও বলিউডের জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় ফিরছেন শাহরুখ খান। এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই মুম্বই বিমানবন্দরে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা ডাডলানি। তাঁদের গন্তব্য ছিল আবু ধাবি।

ভিডিয়োতে দেখা যায়, কালো সোয়েটশার্ট, জিন্‌স, এবং কালো টুপি পরিহিত শাহরুখ গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করছেন। তাঁর এই স্টাইলিশ উপস্থিতি যেমন ভক্তদের মন কেড়েছে, তেমনই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে তাঁকে আবার দেখার অপেক্ষায় সবাই।

শাহরুখ খান গাড়ি থেকে নামতেই বিমানবন্দরে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় তাঁর মহিলা অনুরাগীদের। সবাই যেন একটাই লক্ষ্য নিয়ে এসেছেন—শাহরুখের সঙ্গে দেখা করা, একটি ছবি তোলা! সেই উত্তেজনার জেরে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা চারদিক থেকে শাহরুখকে ঘিরে ধরেন, কিন্তু তাতেও উত্তেজনা কমেনি।

এক তরুণী তো একেবারে বলিউডের বাদশাকে সামনে থেকে দেখার জন্য নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে শাহরুখের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। শাহরুখের প্রতি ভক্তদের এমন আবেগপূর্ণ আচরণ প্রমাণ করে, তাঁর জনপ্রিয়তা আজও তুঙ্গে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হতে দেখে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়। সেই তরুণী কোনওভাবেই শাহরুখের কাছাকাছি যেতে পারছিলেন না। ভক্তদের উত্তেজনা যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, তাই দ্রুত নথি দেখিয়ে শাহরুখ ও ম্যানেজার পূজা ডাডলানি বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়েন।

তরুণী ভেঙে পড়েন, কারণ তাঁর স্বপ্নের অভিনেতার কাছে পৌঁছানোর ইচ্ছা পূরণ হলো না। শাহরুখের নাম ধরে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকেন তিনি, কিন্তু ততক্ষণে শাহরুখ অনেকটা দূরে, ভক্তের চোখের আড়ালে চলে গিয়েছেন। এই ঘটনা যেন শাহরুখের প্রতি তাঁর ভক্তদের অটুট ভালোবাসার আরেকটি উদাহরণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection