-3 C
New York
Thursday, December 26, 2024

Egg facial: ডিম দিয়ে ফর্সা হওয়ার উপায়, রূপচর্চায় ডিমের সাদা অংশ ব্যবহার!

egg facial: যাঁরা মহালয়ার পরেও বিউটিপার্লারের ধারে পাশে পৌঁছতে পারেননি। পুজোয় কি তাঁরা জেল্লাহীন হয়েই ঘুরে বেড়াবেন? একেবারেই না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পুজোর চারটে দিন মানেই সবাই একটু চায় আলাদা আর জেল্লাদার দেখাতে। কিন্তু অনেকেই আছেন যাঁরা মহালয়া পেরিয়েও, এখনো বিউটি পার্লারের দরজায় পৌঁছতে পারেননি। হয়তো সময়ের অভাবে, কিংবা অন্য কোনও ঝামেলা কারনে। তবে কি পুজোয় তাঁদের জেল্লাহীনভাবেই ঘুরে বেড়াতে হবে? একদমই না। আপনি ঘরে বসেই মাত্র ১৫ মিনিটে ত্বকের জেল্লা ফিরে আনতে পারবেন। তাও আবার খুব সহজ উপায়ে। যার জন্য প্রয়োজন মাত্র একটি উপাদান। আপনাদের সবার ঘরে থাকে!

ডিমের সাদা অংশের অপকারিতা (egg facial)

ডিমের সাদা অংশ ত্বকের যত্নে খুবই জনপ্রিয় একটি প্রাকৃতিক উপাদান। এর প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। তবে এর কিছু অপকারিতাও রয়েছে, যা অনেকেই হয়তো জানেন না।

ত্বককে উজ্জ্বল রাখতে কী জরুরি?

ত্বক উজ্জ্বল রাখতে গেলে ডিম দিয়ে ফেসিয়াল বানিয়ে ফেলুন। প্রথমেই দরকার আর্দ্র রাখা. কারণ শুষ্ক ত্বক কখনোই ঠিক মতো জেল্লা ধরে রাখতে পারে না। রোদের তাপও ত্বকের উজ্জ্বলতা কেড়ে নিয়ে তাকে নিষ্প্রাণ করে দিতে পারে। আর ত্বকে থাকা দাগ-ছোপ তো আলাদা ঝামেলা। এগুলো সব মিলিয়েই আমাদের ত্বক জেল্লাহীন হয়ে পরে। কিন্তু চিন্তার কিছু নেই, এই তিনটি সমস্যারই সহজ সমাধান হতে পারে ডিম দিয়ে তৈরি একটি ফেস প্যাক।

ত্বকের দাগ দূর করতে

ডিমের সাদা অংশের ফেসপ্যাক কি ভাবে বানাবেন ভাবছেন? ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ চিনি আর একটি ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটা একটু ঘন হয়ে গেলে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য। এরপর একটা গরম তোয়ালে দিয়ে মুখটা আলতোভাবে মুছে ফেলুন। মাত্র ১৫ মিনিটে ত্বক হয়ে উঠবে আরও উজ্জ্বল ও সতেজ।

ত্বক টানটান এবং উজ্জ্বল বানাতে

egg হলুদ অংশের সঙ্গে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণটা মুখে কয়েক পরত লাগিয়ে নিন। তার পর সেটাকে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা হাতে একটু মাসাজ করে নিন আর ঠান্ডা তোয়ালে দিয়ে আলতোভাবে মুখ মুছে ফেলুন। এই প্যাকটি ত্বককে উজ্জ্বল রাখার পাশাপাশি ব্রণের সমস্যা কমাতেও দারুণ কাজ করবে।

ত্বককে আর্দ্র রাখতে

egg সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস আর এক টেবিল চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটা ভাল করে মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ত্বক থাকবে আর্দ্র। আর সেই নিষ্প্রাণ ভাবও কেটে যাবে। ফলে ত্বক হবে আরও উজ্জ্বল এবং সতেজ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডিমের সাদা অংশের ব্যবহার নিয়ে সতর্কতা

  • ডিমের সাদা অংশ ব্যবহার করার আগে ত্বকের ছোট একটি অংশে প্যাচ টেস্ট করে নিন। এতে অ্যালার্জির ঝুঁকি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
  • ত্বক খুব শুষ্ক হলে ডিমের সাদা অংশ ব্যবহার করার পরিবর্তে ময়েশ্চারাইজিং প্যাক বেছে নিন।
  • ব্যবহারের পরে অবশ্যই মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার রাখুন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection