নদিয়ার তেহট্ট থানার খড়িয়াপাড়া এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। যেখানে দুই যুবক প্রতিবেশী এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণের চেষ্টা করেছে। মঙ্গলবার, ওই মহিলার পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত দুই যুবক পলাতক, তবে তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
তেহট্টের ওই বধূ পুলিশকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশী তাকে খারাপ প্রস্তাব এবং হুমকি দিয়ে আসছিলেন। প্রথমে তারা পূর্বপরিচিত হওয়ায় বিষয়টি কাউকে জানাননি। কিন্তু পরে, ওই যুবকরা আরও উত্ত্যক্ত করতে থাকেন, যার পরিণতি হিসেবে একটি অপহরণের পরিকল্পনা তৈরি করা হয়। শেষমেশ তাঁকে অপহরণের ছক কষা হয়েছিল বলে অভিযোগ।
ওই বধূ পুলিশের কাছে বলেন, “অনেক দিন ধরে ওই দু’জন আমাকে খারাপ প্রস্তাব দিচ্ছিল। ভেবেছিলাম, হয়তো তারা থামবে, কিন্তু না, পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। সোমবার রাতে যখন আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, একটি চার চাকার গাড়ি এসে দাঁড়ায়। দু’জন বেরিয়ে এসে আমাকে ভয় দেখিয়ে, জোর করে গাড়িতে তুলে নেয়। তারা গাড়ির ভিতরে আমাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু আমি চিৎকার-চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তখনই তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। বধূর অভিযোগও গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। তেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।