Saturday, April 19, 2025
36.7 C
Kolkata

JKNews24 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

কম খরচে লাভজনক ব্যবসা:...

কম খরচে লাভজনক ব্যবসা: বর্তমান সময়ে বেকারত্ব যেন বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।...

LIC-র নতুন স্কিম! মাত্র...

LIC-র নতুন স্কিম: মাত্র 1 হাজার টাকা করে জমিয়ে মেয়েকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার...

UPI সেবা বন্ধ হবে?...

UPI সেবা বন্ধ হবে: আপনি যদি নিয়মিত UPI ব্যবহার করেন, তাহলে এই খবর...

SBI Asmita Scheme: কম...

SBI Asmita Scheme: মহিলাদের জন্য দারুণ সুখবর! নারী দিবসের আবহে দেশের বৃহত্তম সরকারি...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

পাকিস্তানে ভূমিকম্প! কতটা শক্তিশালী ছিল কম্পন? জেনে নিন বিস্তারিত

সাম্প্রতিক সময়ে পূর্ব ও দক্ষিণ এশিয়ার একাধিক দেশে একের পর এক ভূমিকম্প হচ্ছে। এতে পুরো অঞ্চলে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে মিয়ানমারে...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)ডোমকলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু

ডোমকলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু

JKNEWS24 BANGLA: ডোমকলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু, মুর্শিদাবাদের ডোমকলের সাগরপাড়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বাবার অণ্ডকোষে আঘাত করে তাঁকে খুন করেছে ছেলে। জানা গেছে, অভিযুক্ত মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম নজরুল শেখ, বয়স ৬৩ বছর। অভিযোগ, তাঁর ছেলে টুটুল শেখ শারীরিক আঘাত করে নজরুলকে খুন করেছেন। নজরুলের পরিবার জানিয়েছে, তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার জন্য বাড়িতে প্রায় সাড়ে আট হাজার টাকা রেখেছিলেন। অভিযোগ অনুযায়ী, টুটুল, যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে, ওই টাকাগুলো ছিঁড়ে কুটিকুটি করে দেন। নজরুল ঘরে ঢুকে এই অবস্থা দেখে ছেলেকে বকাবকি করেন। তাতে টুটুলও পাল্টা জবাব দিতে থাকেন। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

অভিযোগ অনুযায়ী, রাগের চোটে নজরুল শেখ ছেলের গায়ে হাত তোলেন। পাল্টা প্রতিক্রিয়ায় টুটুলও বাবাকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে তিনি বৃদ্ধকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে তাঁর অণ্ডকোষ চেপে ধরেন। যন্ত্রণায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন নজরুল। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং কোনও রকমে টুটুলকে সরিয়ে দেন। গুরুতর আহত নজরুলকে দ্রুত সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের এক ভাইপো জানান, “ভাই প্রায় সাড়ে আট হাজার টাকা ছিঁড়ে নষ্ট করে ফেলে। সেই নিয়ে ঝগড়ার সময় জ্যাঠাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তাঁর অণ্ডকোষ ছিঁড়ে দেয় ভাই।” এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক টুটুল শেখকে আটক করে। পরিবারের তরফে দাবি করা হয়েছে, টুটুলের মানসিক স্বাস্থ্য অত্যন্ত খারাপ, এবং তাঁকে অবিলম্বে কোনও মানসিক হাসপাতালে ভর্তি করানো উচিত। তাঁর চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তসহ পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে।