কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্টের আজ তৃতীয় দিন, মুখোমুখি বালুরঘাটের অভিযাত্রী ক্লাব এবং শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ। বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট শিলিগুড়ির বহুল প্রচলিত জনপ্রিয় টুর্নামেন্ট। গত 5 বছর করোনার কারণে বন্ধ ছিল এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এবারে অংশগ্রহণ করছেন শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরে থেকে আসা ক্লাব, এই প্রতিযোগিতাকে ঘিরে বহু লোকের দৃষ্টি আকর্ষিত আছে বহু বছর থেকেই। মাঝে বেশ কয়েক বছর ধরে এই প্রতিযোগিতা বন্ধ ছিল। এবারে কিছু সহৃদয় এবং খেলোয়ার মনোভাবাপন্ন মানুষের প্রচেষ্টায় আবার শুরু করা হয়েছে এই বাবলাতলা টুর্নামেন্ট।
এই প্রতিযোগিতায় খেলবার কথা আছে অনূর্ধ্ব ১৯ বাংলা দলের বেশ কয়েকজন জুনিয়র খেলোয়ারদের। এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ফাইনালের দিন বাংলা দলের প্রাক্তন বেশ কয়েকজন নামী খেলোয়াড়ের উপস্থিতি। এই টুর্নামেন্ট ৩০ বছরের পুরনো প্রতিযোগিতা , যেখানে অংশগ্রহণ করতে এসেছেন উত্তরবঙ্গের বহু নামকরা কৃতি ক্রিকেটারেরা।